Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ট্রাক চাপায় স্কুটিচালক নিহত

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৫:৩২ পিএম

ফতুল্লায় ট্রাক চাপায় স্কুটিচালক নিহত
Swapno

 

ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ট্রাক চাপায় স্কুটি চালক সাইফুল ইসলাম শিমুল (২২) নিহত হয়েছে। এসময় স্থানীয়রা ট্রাক ও ট্রাকের চালককে আটক করে পুলিশে দেয়। বুধবার দুপুরে এঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম শিমুল বন্দর উপজেলার এলএনজি রোডের ফারুক মিয়ার ছেলে।

 

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুল ইসলাম শিমুল একটি ওয়ান টেষ্ট স্কুটি চালিয়ে ঢাকার দিক থেকে নারায়ণগঞ্জে আসার পথে দাপা ইদ্রাকপুর এলাকায় ঢাকা মেট্রো-উ ১১-৪৮৮৭ নাম্বারের ট্রাক সামনে থেকে চাপা দেয়। এসময় স্থানীয় লোকজন চালক বজলু মিয়াকে ট্রাকটি আটক করে গুরুতর আহত অবস্থায় শিমুলকে ভিক্টোরিয়ো জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এবিষয়ে মামলা হবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন