Logo
Logo
×

নগরের বাইরে

ফেরীঘাট থেকে সাড়ে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৯ 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১০:২০ পিএম

ফেরীঘাট থেকে সাড়ে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৯ 
Swapno

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের বিষনন্দী ফেরীঘাট এলাকা অভিযান চালিয়ে ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর উপ-পরিচালক (মিডিয়া অফিসার) লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো:- ১। জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন মৃত মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ দুলাল হোসেন (৪০), ২। পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন চরকাজল এলাকার মোঃ হারুন এর ছেলে মোঃ আরিফ (৩০), ৩। শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন লঙ্গরপাড়া মাদারপুর এলাকার আঃ করিম এর ছেলে মোঃ আলম (২২), ৪। শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন লঙ্গরপাড়া মাদারপুর এলাকার মোঃ আনছার আলী মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া (৩০),

 

৫। শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন লঙ্গরপাড়া মাদারপুর এলাকার মোঃ সুন্দর আলীর ছেলে মোঃ আলম (২০), ৬। ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানাধীন মোঃ আবুল কাশেম এর স্ত্রী মোছাঃ রোজি বেগম (৩০), ৭। ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন তারাকান্দি এলাকার মোঃ রতন এর মেয়ে মোছাঃ হাসি আক্তার ফুর্সি (২৭), ৮। শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন মাদারপুর এলাকার সুন্দর মিয়ার স্ত্রী মোছাঃ ঝরনা বেগম (৫০) এবং ৯। শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন মাদারপুর এলাকার মোঃ সুজনের মেয়ে সুজেতা খাতুন (৪০)। 

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল ১২ জুলাই বিকেলে জেলার আড়াইহাজার থানার বিষনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫১ কেজি গাঁজাসহ ০৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে স্কুল ও বাজারের ব্যাগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন