Logo
Logo
×

বিশেষ সংবাদ

বক্তাবলীতে ৪ প্রকল্পের উদ্বোধন করলেন চন্দন শীল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০১:২৫ পিএম

বক্তাবলীতে ৪ প্রকল্পের উদ্বোধন করলেন চন্দন শীল
Swapno


সদর উপজেলার আওতাধীন বক্তাবলী ইউনিয়নে ৪ টি প্রকল্পের উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। ৮ জুলাই সকালে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে সাথে নিয়ে প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। প্রকল্পগুলো হলো সদর উপজেলাধীন কানাইনগর সোবহানিয়া স্কুল এন্ড কলেজের আর.সি.সি পিলারসহ বাউন্ডারী ওয়াল নির্মান।

 

 

কানাইনগর  হাইস্কুলের বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মানের প্রথম ও দ্বিতীয় অংশের কাজ ও গঙ্গানগর একটি আর.সি.সির রাস্তার উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, বক্তাবলীকে শামীম ওসমান বলেছেন বক্তাবলীকে আধুনিক হিসেবে গড়ে তুলবেন। তিনি সে ভাবেই কাজ করছেন। পূর্বে বক্তাবলী পিছিয়ে পড়া জনপদ ছিলো।

 

 

কিন্তু সাংসদ শামীম ওসমান বক্তাবলী নিয়ে সংসদেও কথা বলেছেন। আশা করি বক্তাবলী খুব শীগ্রই উন্নতির শিখরে পৌছাবে। এসময় চেয়ারম্যান এম শওকত আলী বলেন, বক্তাবলীতে রাস্তাঘাটের সমস্যা তেমন অর্থে নেই আর। এখন জদি একটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়ে যায় তবে বক্তাবলীবাসী উপকৃত হবে। এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন