
বন্দরের নবীগঞ্জ এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে বাবুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবরি দল পুকুর হতে বাবুলের মৃত দেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন সাতার জানা লোক পুকুরে গোসল করতে গিয়ে ডুবে গেল কিভাবে এমনই প্রশ্ন সর্বত্র।
সূত্র মতে, বন্দরের নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানের পূর্ব পাশে পুকুরে গোসল করতে যায় মৃত নূর মোহাম্মদের ছেলে বাবলু (৪০)। এরপর সে নিখোঁজ হয়। এ ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ বাবুলের লাশ উদ্ধার করে। পরে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর ও বন্দর থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরাতহাল প্রস্তুত করেন।
এস.এ/জেসি