Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মিড-ডে-মিল ও শিক্ষা  উপকরণ বিতরণ

Icon

 বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০১:৫৪ পিএম

বন্দরে মিড-ডে-মিল ও শিক্ষা  উপকরণ বিতরণ
Swapno


বন্দরে প্রাথমিক শিক্ষা পদক ২০২২ জাতীয় পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মাসুদুজ্জামান মাসুমকে সম্মাননা, শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক সেলিম রেজার বিদায়ী সংবর্ধনা, মিড-ডে-মিল এবং শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

গতকাল রোববার বিকেলে উপজেলার শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং ও পিটিএ কমিটির আয়োজনে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা শিক্ষা অফিসার মো. রেজাউল করিম।
 

 


বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাসুদুজ্জামান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব, লিপি আক্তার।

 

 

আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি তাজ মোহাম্মদ মেম্বার, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদ, আ’লীগ নেতা আবুল কাশেম, বিদ্যালয়ের দাতা সদস্য মো. আক্তার আহসান ইকবাল, অভিভাবক সদস্য মো. আল-মামুন মিয়া।

 

 

এবং উচ্চবিদ্যালয় শিক্ষক প্রতিনিধি সহিদুল ইসলাম, বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি মো. আমির হোসেন, বিদ্যুৎসাহী সদস্য রুমি আক্তার, অভিভাবক সদস্য সেলিম মিয়া, মাহমুদা আক্তার মুন্নী, আরিফা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মনির হোসেন প্রমূখ। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন