বহাল তবিয়তে থাকতেই দুই নেতার যত কৌশল

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পিএম

# অগোছালো সংগঠন নিয়েই নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নব নেতৃত্ব সম্মেলনের মাধ্যমে প্রায় বছর খানেক পূর্বেই প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত বছরের ২৫ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কেন্দ্রের নির্দেশনায় সম্মেলন স্থগিত হয়। কিন্তু পরবর্তীতে কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অর্ন্তভুক্ত বিভিন্ন অগোছালো ইউনিটকে গোছানোর সুযোগ দেয়া হয় সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহাকে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অর্ন্তভুক্ত বিভিন্ন অগোছালো ইউনিটগুলো গোছানো হলেই ফের নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সম্মেলন করার পরিকল্পনা ছিল আওয়ামীলীগের দলীয় হাইকমান্ডের। পরবর্তীতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামীলীগের অর্ন্তভুক্ত ওয়ার্ড আওয়ামীলীগের ১৭টি ওয়ার্ডে সম্মেলন করলেও গুটিকয়েক ওয়ার্ড কমিটি গঠন করে তাদের মধ্যকার কোন্দলের ফলে দীর্ঘসময় অতিক্রম হয় এবং বাকি থাকা ওয়ার্ড কমিটিগুলো তাদের গড়িমসির কারণে এখনো গঠিত হয়নি।
গড়িমসিতে দীর্ঘ সময় অতিক্রম পর ফলে জাতীয় সংসদ নির্বাচনও এখন দরজায় কড়া নাড়ছে দলীয় নীতি নির্ধারকরাও এখন সংগঠন নয় নির্বাচনের প্রস্তুতি এবং বিরোধীদল গুলোর সাথে মোকাবেলার জন্য নির্দেশনা দিচ্ছে। এতে করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহারাই বহাল তবিয়তে থেকে যাচ্ছেন। কারণ নির্বাচনের পূর্বে কোন ক্রমেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতৃত্ব সম্ভাবনাময় নয়।
দলীয় সূত্র বলছে, ২০২২ সালের ২৫ অক্টোবর ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০২২ সালের ২৫ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা সম্মেলন বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যকরী সভায় ১৭টি ওয়ার্ডে ইউনিট কমিটি করার সিদ্ধান্ত নেন। কারণ কেন্দ্রের নির্দেশনা ছিল মহানগর আওয়ামীলীগের সকল ওয়ার্ড কমিটিগুলো গঠনের পরই ফের মহানগর আওয়ামীলীগের সম্মেলনের নির্দেশ দিবে যার কারণে ওয়ার্ড কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা ছিল সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার।
কিন্তু ১৭টি ওয়ার্ডে সম্মেলন করতে গিয়েই আনোয়ার-খোকনের মধ্যে দেখা দেয় কোন্দল তাদের কোন্দল বিভাজনের ফলে উদ্যোগ নেয়া ১৭টি ওয়ার্ডে সম্মেলনের কোন ক্রমে সমাপ্তি ঘটলেও ১৭টি ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত ইউনিটগুলোর মধ্যে গুটিকয়েক ওয়ার্ডে কমিটি গঠন হলেও বেশিরভাগ ওয়ার্ডে এখনো কমিটি গঠন করা হয়নি এরমধ্যে গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে অর্ধ কমিটি। আনোয়ার-খোকনের দীর্ঘদিনের কোন্দল বিভাজনের অবসান ঘটিয়ে এক টেবিলে আসলেও ওয়ার্ড কমিটিগুলো নিয়ে গড়িমসি করে দীর্ঘসময় অতিক্রম করার কারণে জাতীয় নির্বাচনই এখন দরজার কাঠগড়ায়।
যার কারণে দলীয় হাই কমান্ডও এখন সম্মেলন বা কমিটি নিয়ে ভাবছে না দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার দিকে এগুচ্ছে। এছাড়া বিরোধী দলের আন্দোলন সংগ্রাম ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছে। যার কারণে আগামী সংসদ নির্বাচন ও এর পরবর্তী সময়ে নির্বিঘ্নে বহাল তবিয়তে থেকে যাচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা এবং মহানগর আওয়ামীলীগের ইউনিটগুলো অগোছালো থেকেই যাচ্ছে।
তবে তৃণমূলের নেতাদের মন্তব্য থেকে জানা যায়, সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক বহাল তবিয়তে থাকতেই যত কোন্দল বিভাজন একে অপরের পাল্টাপাল্টি বক্তব্য এবং ওয়ার্ড কমিটি গঠন করতে গিয়ে দীর্ঘ সময় অতিক্রম করেছে। তাদের সময়ের কালক্ষেপণে এখন সাংসদ নির্বাচনও অনেকটাই সন্নিকটে। মূলত তারা নেতৃত্বে থাকতেই বিভেদ কোন্দেলের যত কৌশল খাটিয়েছিলেন এবং তাদের নেতৃত্বেই থাকছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। এস.এ/জেসি