Logo
Logo
×

সংগঠন সংবাদ

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশনে ৪র্থ বা‌রের ম‌তো সভাপ‌তি সজল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৮:৫২ পিএম

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশনে ৪র্থ বা‌রের ম‌তো সভাপ‌তি সজল
Swapno

অত‌্যন্ত উৎসবমূখর ও আনন্দঘন প‌রি‌বে‌শে বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশন এর পরিচালনা পর্ষদ (২০২১-২০২৩ ইং) এর অ‌ফিস বেয়ারার নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 


নির্বাচ‌নে বিনা প্রতিদ্ব‌ন্দিতায় প‌রিচালনা পর্ষদের ১৮ জন প‌রিচাল‌কের ম‌ধ্যে সভাপ‌তি প‌দে মেসার্স সাদাফ এন্টারপ্রাই‌জের স্বত্তা‌ধিকারী শেখ নাজমুল আলম সজল এবং জেনা‌রেল গ্রু‌পে সহ সভাপ‌তি প‌দে মেসার্স সৃ‌ষ্টি ফ‌্যাশন লি. এর স্বত্তা‌ধিকারী মোঃ ক‌বির হো‌সেন পূনরায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। ত‌বে এ‌সো‌সি‌য়েট গ্রু‌পে সহ সভাপ‌তি প‌দে নতুন ক‌রে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন গাজী হো‌সিয়ারীর স্বত্তাধিকারী না‌ছিম আহ‌মেদ।


শ‌নিবার (২৭ মার্চ) বি‌কেল ৩টায় বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের ক্লাব ভব‌নে নির্বাচন বো‌র্ডের চেয়ারম‌্যান জি এম ফারুক প‌রিচালনা পর্ষদের ১৮ জন প‌রিচাল‌কের উপ‌স্থি‌তি‌তে নির্বা‌চিত‌দের নাম ঘোষনা ক‌রেন। এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন নির্বাচন বো‌র্ডের সদস‌্য ফারুক বিন ইউসুফ পাপ্পু, খন্দকার সাইফুল ইসলাম, নির্বাচন আপীল বো‌র্ডের চেয়ারম‌্যান এড‌ভো‌কেট হাসান ফের‌দৌস জু‌য়ে‌ল, এবং সদস‌্য হি‌সে‌বে সো‌হেল আক্তার সোহান ও মোঃ আ‌রিফ দিপু।


প‌রিচালনা পর্ষদের প‌রিচালক প‌দে নির্বা‌চিত বা‌কি ১৫ জন হ‌লেন জেনা‌রেল গ্রু‌পে আলহাজ্ব মোঃ আতাউর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধা হাজী আলী আহ‌মেদ শেখ, মোঃ মোজা‌ম্মেল হক, আলহাজ্ব মোঃ আবদুল হাই, আলহাজ্ব মোঃ ম‌নির হো‌সেন, বৈদ‌্যনাথ পোদ্দার, মোঃ সা‌ব্বির আহ‌মেদ সাগর, আ‌মিরউল্লাহ রতন, মোঃ সাখাওয়াত হো‌সেন সুমন, আবুল বাশার বা‌সেত এবং এ‌সো‌সি‌য়েট গ্রু‌পে সাঈদ আহ‌মেদ স্বপন, আলহাজ্ব মোঃ না‌ছির শেখ, হাজী মোঃ শাহীন‌ হো‌সেন, আলহাজ্ব না‌ছিম আহ‌মেদ, আলহাজ্ব মোঃ আতাউর রহমান, আলহাজ্ব মোঃ‌ মিজানুর রহমান। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন