Logo
Logo
×

নগরের বাইরে

বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৮:৩৩ পিএম

বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
Swapno

 

ফতুল্লায় ১৬ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শেখ আশিক (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত শেখ আশিক ফতুল্লা মডেল থানার কাশিপুর বড় মসজিদ এলাকার শেখ আশরাফ আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানার মুসলিম নগর নয়া বাজার এলাকায়। এ ঘটনায় নির্যাতনের শিকার বাক প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।  

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, নির্যাতিত বাক প্রতিবন্ধী কিশোরীর বাবা রাজ মিস্ত্রি ও মা গার্মেন্টসে কাজ করে। ঘটনার সময় তারা উভয়েই নিজ নিজ কর্মস্থলে ছিলো। বাসায় ছিলো নির্যাতিত কিশোরী ও তার দুই ছোট ভাই- বোন। দুপুর একটার দিকে গ্রেফতারকৃত যুবক শেখ আশিক কৌশলে বাক প্রতিবন্ধী কিশোরী কে বাসার পেছনে সরু জায়গায় সানসেটের নিচে গিয়ে ধর্ষণ করে।  

 

ঘটনাটি স্থানীয়বাসী দেখে ফেলে হাতেনাতে শেখ আশিক কে আটক করে পুলিশে সোপর্দ করে। শেখ আশিক রং মিস্ত্রি বলে তিনি জানান। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে।এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন