রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ৩০ ১৪৩১

বামদের ঘেঁষতে দেয়া হয়নি!

ইউসুফ আলী এটম

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১০টি উন্নয়র প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মেলা বসেছিলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)-এর নগর ভবনে। মেলার মধ্যমণি ছিলেন এনসিসি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

মেলার উপস্থিতি জানান দিচ্ছে, আইভীর আন্তরিকতায় কোন ঘাটতি ছিলো না। তবে অবাককরা বিষয় হলো, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের উত্তর এবং দক্ষিণের দীর্ঘ বিভাজনকে দৃশ্যত এক করার যে জাদুকরী উদ্যোগটি তিনি নিয়েছেন, তা এখন হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন আড্ডার টেবিলে আলোচকদের প্রশংসার জোয়ারে ভাসছে। এতো কিছুর পরও সবকিছু ছাপিয়ে যে ব্যাপারটি সবাইকে বিস্মিত করেছে তা হলো, মেলায় বামদের অনুপস্থিতি।

 

এই প্রথম এতো বড় একটা আয়োজনে আইভীকে সর্বক্ষণ ঘিরে থাকা এতোদিনের পরিচিত মুখগুলোর অনুপস্থিতি একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকলো। ওসমান পরিবারকে পাশ কাটিয়ে মেয়র আইভী এতোদিন যাদেরকে নিয়ে মিটিং মিছিল করতেন, যাদের পরামর্শে ওঠ বস করতেন, বাম ঘরানার সেই পরিচিত মুখগুলোকে মেলায় ঘেঁষতে দেয়া হয়নি বলে জানা গেছে।

 

বাম ঘরানার একটি সূত্র জানায়, নগর ভবনের অডিটরিয়ামে আয়োজিত মিলনমেলায় বাম দলের অনেককেই আমন্ত্রণ জানানো হয়নি। সংশ্লিষ্ট অপর একটি সূত্রমতে, ওসমান পরিবারের উপস্থিতির কারণে নাকি অনেকে ইচ্ছে করেই অনুষ্ঠান বর্জন করেছেন। আইভীর অনুষ্ঠানে ওসমানদের সরব উপস্থিতি আইভীর ওসমানপ্রীতি বামেরা ভালোভাবে নেয়নি।

 

প্রসঙ্গত, সাংসদ শামীম ওসমান প্রথমবারের মতো নগর ভবনে গেলেও তার ভাই সাংসদ সেলিম ওসমান এর আগেও নগর ভবনে আইভীর সাথে সভা করেছেন। দুই ভাইকে পাশাপাশি বসিয়ে মেয়র অনুষ্ঠান উপভোগ করেন। দুই ভাইয়ের সাথেই প্রাণখুলে কথা বলেন।

 

দেরীতে আসা শামীম ওসমানকে রিসিভ করতে দ্বিতীয় দফা নিচেও নেমে আসেন মেয়র। দীর্ঘ বৈরীতার পর শামীম ওসমান ও আইভীর হাস্যোজ্জ্বল আলাপচারিতার দৃশ্য সবাই উপভোগ করেন। কিন্তু বামেরা আইভী-শামীমের এরকম কথোপকথনের দৃশ্য দেখতে প্রস্তুত থাকার কথা নয়।        

 

জেলা সিপিবি নেতা হাফিজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘অন্যদের ব্যাপারে জানি না। তবে আওয়ামী লীগের নিজস্ব প্রোগ্রাম বলেই হয়তো আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর