বিগত সরকার শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে: মাসুম বিল্লাহ

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জেজ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, গত নির্বাচনগুলোতে দেশের মানুষ নিজের মত প্রকাশের স্বাধীনতা পায় নাই, স্বৈরশাসক তারা নিজেদেরকে বারবার ক্ষমতায় রাখার জন্য মানুষের অধিকার হরন করেছে, তাদের বিদায়ের মধ্য দিয়ে মানুষ তার নিজের ভোট নিজেই দিতে পারবে।
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহনগরের ওয়ার্ড প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষা সিলেবাস প্রনয়নে নতুন করে কোন হুতুম পেঁচাকে সামনে আসতে দেওয়া হবে না, বিগত সরকার শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে, ইসলামী ভাবধারার সিলেবাসকে তুলে দিয়েছে। এমতাবস্থায় শিক্ষা সিলেবাস কমিটির মধ্যে ইসলামিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করার আহবান জানান।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম প্রমুখ। এন. হুসেইন রনী /জেসি