বিবিসি বাংলায় আলোচিত খবর অসহযোগ আন্দোলনের পথে যেতে পারে বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩

অবশেষে শান্তিপূর্ণ কর্মসূচিতে কাজ না হলে অসহযোগ আন্দোলন শুরু করবে বিএনপি সহ তাদের সমমনা দলগুলি। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তত্বাবদায়ক সরকারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। কিন্তু বিএনপির এই আন্দোলকে মোটেও পাত্তা দিতে চাইছে না আওয়ামী লীগ।
তাই বিএনপির নেতারা মনে করেন আবারও বিএনপিকে বাদ দিয়ে আরো একটি এক তরফা নির্বাচনের পায়তারায় লিপ্ত রয়েছে সরকার। শুধু তাই নয় বিচার বিভাগকে ব্যাবহার করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলি দ্রæত নিস্পত্তি করে দলটির শীর্ষ পর্যায়ের সকল নেতাকে কারাগারে নিক্ষেপ করার পায়তারায় লিপ্ত রয়েছে সরকার।
এরই মাঝে ঢাকার শক্তিমান নেতা আমান উল্লাহ আমানকে সাজা দিয়ে কারাগারে ভরেছে সরকার। বিএনপির আন্দোলন সংগ্রামের মূল চালিকা শক্তি মির্জা ফখরুলও বলেছেন সরকার বিচারকদের ব্যাবহার করে তাদেরকে কারাগারে ভরার চেষ্ঠা করছে। তাই পরিস্থিতির কোনো সুষ্ঠু সমাধান না হলে সরকার বিরোধী অসহযোগ আন্দোলনের ডাক দেবে বিএনপি।
এ লক্ষে সকল প্রস্তুতিই সম্পন্ন করেছে দলটি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন শীর্ষ নেতা জানিয়েছেন তাদেরকে আপাতত গ্রেফতার এড়িয়ে আন্দোলনে ভূমিকা রাখার নির্দেশ দেয়া হয়েছে। শিগগিরই একটি অসহযোগ আন্দোলন শুরু হবে বলে ওই নেতা মনে করেন।
এদিকে বিবিসি বাংলা তাদের এক রিপোর্টে লিখেছে, নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের এবং প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে ওই তফসিল ঘোষণা করা হতে পারে।
কিন্তু বিএনপি চাইছে তফসিল ঘোষণার আগেই নির্বাচন ইস্যুতে রাজনৈতিক ফয়সালা নিশ্চিত করতে এবং এ লক্ষ্যে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণার চিন্তা আছে দলের নীতিনির্ধারকদের মধ্যে।
এসব কর্মসূচির মধ্যে ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে কর্মসূচিসহ নানা ধরণের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে দলের অভ্যন্তরে।
আর এসব কর্মসূচিতে সরকার পক্ষ বাধা দিলে ‘যদি পরিস্থিতি সহিংস হয়ে ওঠে’ তাহলে এক পর্যায়ে অসহযোগ আন্দোলনের দিকেও যেতে পারে দলটি, এমন ধারণেই পাওয়া গেছে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে।
বাংলাদেশে ১৯৯৬ সালের পনেরই ফেব্রæয়ারির নির্বাচন বর্জন করে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনের মুখেই সে সময়কার খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার পদত্যাগ করে তত্ত্বাধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে বাধ্য হয়েছিলো।
বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন কোন ধরণের আক্রমণাত্মক পথে না গিয়ে একের পর একে কর্মসূচির মাধ্যমে তারাও একই পরিস্থিতি তৈরি করবেন দাবি আদায়ের জন্য, যাতে করে তার ভাষায় ‘সরকার গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে সমঝোতায় বাধ্য হয়’।
“যে কোন সময়, যে কোন স্থানে বসে মানুষকে নিষ্পেষণের যেসব নার্ভ সরকারের হয়ে কাজ করে সেগুলোকে অচল করে দিবো আমরা। সরকারকে দাবি মানতে হবে,” বিবিসি বাংলাকে বলছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
আর এসবের প্রস্তুতির অংশ হিসেবেই শনিবার রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত 'তারুণ্যের রোডমার্চ' কর্মসূচি পালন করছে দলটি। আর আজ রোববার বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত একই কর্মসূচি পালিত হওয়ার কথা।
এরপর আরও কয়েকটি বিভাগে এই কর্মসূচি পালনের পাশাপাশি ঢাকায় বড় ধরণের ছাত্র বা শ্রমিক গণসমাবেশের আয়োজন হতে পারে চলতি মাসের মধ্যেই।
যদিও সরকারি দল আওয়ামী লীগ বরাবরই বলে আসছে যে আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতারা বলছেন সরকার বাধা দিলেও তারা আর পিছু হটবেন না।
বিএনপি দীর্ঘদিন ধরেই বলে আসছে যে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রেখে কোন নির্বাচন তারা মেনে নেবে না এবং এ ধরণের নির্বাচন তারা হতেও দেবে না। এ লক্ষ্যেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে তারা।
দলের সূত্রগুলো বলছে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান আন্দোলনের কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। তবে এরপর থেকেই কর্মসূচির ঢেউ বাড়ানোর চিন্তা করা হচ্ছে।
অর্থাৎ রাজধানী ঢাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন কিংবা সচিবালয় কেন্দ্রিক কর্মসূচিগুলো ওই সময়ে ঘোষণা করা যায় কি-না তা নিয়ে নানা ধরনের পর্যালোচনা হচ্ছে।
দলের নেতারা মনে করছেন আন্তর্জাতিক নানা চাপের কারণে কিছুটা নমনীয় থাকা সরকার এসব কর্মসূচিকে ঘিরে সহিংস আচরণ করলে একদিকে বিশ্ব স¤প্রদায়ের চাপ বাড়বে সরকারের উপর, অন্যদিকে বিএনপি কর্মী সমর্থকরাও রাজপথে নেমে আসবেন।
“আমরা তো ৯৬ সালের আন্দোলন ভুলিনি। আর এখনকার পরিস্থিতিতে আমরা কর্মী সমর্থকরাও জানি যে আর পিছু হটার সুযোগ নেই। তাই আঘাত আসলে মুখ বুজে তো সহ্য করবো না। সরকার তীব্রতা বাড়ালে সমুচিত জবাব পাবে,” বলছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম।
মি. আহমেদ দলীয় পরিমন্ডলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
একের পর এক কর্মসূচি আসতে পারে বিএনপির পক্ষ থেকে।
দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে আগামী দুমাসে দলের সব কার্যক্রমে ফোকাস থাকবে তিনটি বিষয়ের উপর।
এগুলো হলো যত বেশি সম্ভব রাজনৈতিক দলকে নিজেদের দিকে নিয়ে আসা, আন্তর্জাতিক স¤প্রদায় বিশেষ করে বৈশ্বিকভাবে প্রভাবশালী দেশগুলোর নির্বাচন প্রশ্নে বর্তমান মনোভাবকে বহাল রাখা আর মাঠের কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখা।
অর্থাৎ নির্বাচনের তফসিল একতরফাভাবে ঘোষণা হলে যাতে করে যত বেশি সংখ্যক দলকে নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখা যায় সেই চেষ্টাই করবে দলটি।
কারণ দলের নেতারা অনেকেই মনে করেন যে একবার নির্বাচন সরকার একতরফা ভাবে করে ফেললে পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে উঠবে। তাই তারা চান ‘পরিস্থিতি যাই হোক তফসিল ঘোষণার আগেই’ সরকারি দলের বাইরে সব দলকে এক জায়গায় নিয়ে এসে ‘দাবি আদায় করা যাবে এমন পরিস্থিতি তৈরি করার’' মতো অবস্থা তৈরি করা।
পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কিংবা ইউরোপীয় ইউনিয়নের অবস্থান- এমন বিষয়গুলো যাতে অব্যাহত থাকে সে চেষ্টাও থাকবে দলের পক্ষ থেকে।
যুক্তরাষ্ট্র আগেই ভিসা নীতি ঘোষণা করে বলেছে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় যারাই হবে তারাই ওই নীতির আওতায় পড়বেন।
মূলত এ ভিসা নীতি ঘোষণার পরই ‘সরকার বেকায়দায় পড়ে’ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এন.হুসেইন রনী /জেসি
- সিদ্ধিরগঞ্জে যুবকের আত্মহত্যা
- বন্দরে শিশুকে ধর্ষণ চেষ্টা যুবক গ্রেফতার
- চেয়ারম্যান হতে আগ্রহী ফতুল্লার একাধিক আওয়ামী লীগ নেতা
- নারায়ণগঞ্জ বিএনপিতে গৃহদাহ
- লিংকরোডের কাজে ধীরগতি
- চার নেতার ঐক্যের উপর নির্ভর করছে বিএনপির আন্দোলন
- না.গঞ্জ-৫ আসনে ত্রিমুখী উত্তেজনা
- খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন নাকচ,ক্ষুব্ধ না.গঞ্জের নেতৃবৃন্দ
- অবৈধ স্ট্যান্ডে যানজটে নাকাল নগরী
- দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের সাথে পূজা পরিষদের প্রস্তুতি সভা
- যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে:প্রধানমন্ত্রী
- ফের বেড়েছে কাঁচা মরিচের ঝাল
- ‘ছাত্র ঐক্য’ গঠন প্রসঙ্গে যা ভাবছেন নেতারা
- ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
- এবার কঠিন চ্যালেঞ্জে আইভী
- যে কোন মূল্যে আইভীর সাথে ঐক্য চান দুই এমপি
- বহাল তবিয়তে থাকতেই দুই নেতার যত কৌশল
- রাজধানীর বুকে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বিশাল শোডাউন
- আমির ও সুমনের নেতৃত্বে রাজধানীতে চমক দেখাল ফতুল্লা থানা কৃষকদল
- শাহীন-রিফাতের নেতৃত্বে ঢাকার রাজপথ কাপাল নারায়ণগঞ্জ জেলা কৃষকদল
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিজানের ষ্টিকার বাণিজ্য
- ফতুল্লায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- বিপ্লব আনসার সদস্য জালালের পুত্র তাই তার সাত খুন মাফ
- না.গঞ্জ-৩ আসনে এক পরিবারে তিন সাংসদ প্রার্থী
- ১৩ অক্টোবর কাঁচপুরে সমাবেশ করবে আ.লীগ
- বুয়েটের ফারদিন হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩০ অক্টোবর
- সনমান্দীতে নারায়ণগঞ্জ-৩ আসনের মনোননয়ন প্রত্যাশী মনিরের গণসংযোগ
- প্রধানমন্ত্রীকে নিয়ে দুই ভাইয়ের কণ্ঠে একই সুর
- সভাপতি আরজু, সাধারণ সম্পাদক আজাদ
- জনসমাবেশে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের শোডাউন
- তৈমুর মরিয়া প্রমাণ করিল সে মরে নাই!
- ছিনতাইকাণ্ডে গ্রেফতার হওয়া দুই ছাত্রলীগ নেতার শেল্টারদাতা বিরু
- ওমরা থেকে ফিরে ক্ষমা চাওয়ার বিষয়টি ভুলে যাবেন নাতো
- ভাইকাণ্ডে হোঁচট খাচ্ছেন খোরশেদ
- এবার কঠিন চ্যালেঞ্জে আইভী
- জনসমাবেশে রনির নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের বিশাল শোডাউন
- র্যাবের উপর হামলাকারী সেই হানজালা কারাগারে
- এমপি মনোনয়ন নিয়েও হাই আনোয়ারের প্রতিযোগিতা
- নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মনির হোসেনের গণসংযোগ
- না.গঞ্জ-৩ আসনে এক পরিবারে তিন সাংসদ প্রার্থী
- যে কোন মূল্যে আইভীর সাথে ঐক্য চান দুই এমপি
- আ.লীগের ৩৬ দিনের আল্টিমেটাম বিএনপির ভাবনা
- জনসমাবেশে কামরুলের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের শোডাউন
- মাকে আটকে মেয়েকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার
- আ.লীগের পুনর্দখল বিএনপির পুনরুদ্ধারের চেষ্টা
- শামীমের আস্তানায় বিএনপির গর্জন
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে গেলো অর্ধশতাধিক যাত্রী
- সোনারগাঁ উপজেলা যুবদল নেতা নোবেলের বিশাল শোডাউন
- চলতি সপ্তাহে আসছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি
- ধরা খেলেন শামীম ওসমান
- পদত্যাগ করার ঘোষনা দিলেন মেয়র আইভী
- আমার ভাই এমপি হিসেবে অনেক কিছুই বলতে পারেন : আইভী
- ওবায়দুল কাদেরের পা ধরেও কাজ করাতে পারেননি শামীম ওসমান
- আ’লীগের মনোনয়ন নিয়ে
কাদের নওফেলের পর বাণিজ্যমন্ত্রী বললেন ‘ভুয়া’ - গ্রেপ্তার করলে আগে আমাকে করুন : পুলিশকে শাহেদ
- আইভীর নড়াচড়ায় শামীমের দৌড়ঝাঁপ
- আইভীকে দেখে চলে গেলেন হাই-বাদল
- বাবুর রাজ্যে শামীমের হানা !
- শামীম ওসমান কেন, কাউকেই মনোনয়ন দেইনি : ওবায়দুল কাদের
- শামীমের ওসমানের শপথ কাজে আসেনি
- আসছে জাকির খান, থাকছে রাজীব-মোশারফ
- নৌকা মার্কায় কিভাবে নমিনেশন পান দেখা যাবে : বাদল
- আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল
আলোচনায় নারায়ণগঞ্জের ৮ নেতা - ডিসবাবুকে গ্রেপ্তারের পর এসপি কার্যালয়ে শামীম ওসমান (ভিডিও)