ভিক্টোরিয়ায় ৯ মাসে ৯৭০ জন ডেঙ্গু রোগী

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১১:১৭ পিএম

এ বছরের ডেঙ্গু আক্রান্তের মৌসুম এখনও কমেনি। দিন দিন আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। তবে নারায়ণগঞ্জে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে নগরীতে এখনো মৃত্যুর সংখ্যা নেই।
সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি সংখ্যা প্রায় বেশ রয়েছে এর মধ্যে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেনারেল ১০০ শয্যা বিশিষ্ট (ভিক্টোরিয়া) হাসপাতালের তথ্য অনুসারে গত বছরের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পযন্ত ১৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলো।
এ বছর জানুয়ারি মাস থেকেই হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হতে দেখা গেছে। চলতি বছরের প্রথম দিক দিয়ে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জানুয়ারি থেকে জুন পযর্ন্ত ৩-৮ জন থাকলেও জুন মাসের মাঝামাঝি থেকে হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকে। এ বছরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে সবচেয়ে বেশি অক্টোবর মাসে ডেঙ্গু রোগী ভর্তি হন।
ভিক্টোরিয়া হাসপাতালের তথ্য বলছে , জুলাই মাসে ৬০ জন রোগী ভর্তি হন। এরপরের মাসে ১৪৫ জন ভর্তি হন। এর পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। অক্টোবর মাসে রোগীর সংখ্যা আরো বেড়ে যায়।
গত মাসের তুলনায় আরোও ১৫জন রোগী বেড়ে অর্থাৎ ২৮৭ জন রোগী ভর্তি হয়। চলতি মাসে ২৭-১১-২৩ নভেম্বর পযন্ত ১৯০ জন রোগী ভর্তি হয়েছে। বছর শেষ হতে এখনও এক মাস বাকি। এ এক মাসে পরিস্থিতি কোথায় গিয়ে দাড়াবে তা কেউ বলতে পারবে না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ. এফ. এম মশিউর রহমান যুগের চিন্তাকে বলেন, গত মাসের তুলনায় এই মাসে রোগীর সংখ্যা কম। আশা করছি যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠবে। রোগীর সংখ্যা কমবে।