ভিসা নিষেধাজ্ঞা সরকার ও তাদের দালাল বিরোধী দলের জন্য: গিয়াসউদ্দিন

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ পিএম

# ক্ষমতা না ছাড়লে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে অসহযোগ আন্দোলন শুরু
# পুরো না.গঞ্জে নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব
নতুন করে আবারও জনতার ঢল নামতে শুরু করেছে বিএনপির সমাবেশগুলিতে। গতকাল রাজধানীর ধোলাই খালের সমাবেশে জনতার বিশাল উপস্থিতি লক্ষ্য করা গেছে। লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন এই সমাবেশে। তাই ধারনা করা হচ্ছে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেয়া শুরু হওয়ার পর থেকে এবার সরকার পতনের চূড়ান্ত স্বিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
তাই আগেই তারা ঘোষনা দিয়ে রেখেছে সরকার যদি তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে কোনো রকম সাজানো পাতানো নির্বাচনের আয়োজন করতে চায় তাহলে বিএনপি তফসিল ঘোষনা সাথে সাথেই হরতাল অবরোধ সহ অসহযোগ আন্দোলন শুরু করবে। গতকাল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন বিএনপির নেতাকর্মীরা মনে করনে সরকারী দলের নেতা, মন্ত্রীরা একেক জন একেক সময় ভিসা নীতি নিয়ে একেক কথা বলছেন। তাদের কথার মাঝে কোনো সমন্বয় নেই। তবে তারা যে বলছেন বিএনপির উপরও এই ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আমরা মনে করি আমাদের উপর এক চুল পরিমানও এই নিষেধাজ্ঞা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
কারন মার্কিন যুক্তরাস্ট্র যে দাবিতে ভিসা নীতি ঘোষনা করেছেন সেই একই দাবিতে বিএনপিও আন্দোলন করে যাচ্ছে। তাই বিএনপিকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা যারা বলছে তারা পাগলের প্রলাপ বকছে। ফলে আমি বলবো বিএনপি ও যুক্তরাস্ট্র একই উদ্যেশ্যে কাজ করে যাচ্ছে।
গতকাল এ প্রতিনিধির কাছে এসব প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশকে মহাসমাবেশে রুপ দেওয়া হবে বলে ঘোষরা দিয়েছেন। গিয়াস উদ্দিন বলেছেন মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা সহ ইউরোপিয় ইউনিয়নও একই কারনে দেশে নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর ঘোষনা দিয়েছে।
তাই বাংলাদেলে মানুষের সাথে বিশে^র মুক্তিকামী দেশগুলোও একতাত্বতা প্রকাশ করে এই মহা দূর্নীতিবাজ স্বৈরাচার সরকারকে বিদায় করার জন্য সর্ব শক্তি নিয়োগ করে চলেছে। আমি আরো জোরালো ভাষায় বলতে চাই সরকারের জন্য আরো কঠিন পরিনতি অপেক্ষা করছে।
সরকার হয়তো কল্পনাও করতে পারছে না বিএনপির নেতাকর্মীরা দেশের সর্ব স্তরের জনগনকে সঙ্গে নিয়ে কি ধরনে প্রস্তুতি নিয়ে রেখেছে। আমাদের আন্দোলনতো এখন সভাসমাবেশে স্বিমাবদ্ধ রয়েছে। এখনই তত্বাবদায় সরকার নিয়ে আলাপ আলোচনা শুরু না করলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে।
সরকারকে তখন নাস্তানাবুধ হয়ে বিদায় নিতে হবে। তিনি আরো বলেন আপনারা এরই মাঝে জেনেছেন জাতীয় পার্টিও এমপি মশিউর রাঙ্গা নিজেই বলেছেন তিনি শুনেছেন যে তাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তাই সরকার যে বলছে এই ভিসা নিষেধাজ্ঞা বিএনপির জন্য এটা যে কতোবড় হাস্যকর বিষয় সেটা জানে দেশের প্রত্যেকটি মানুষ।
তাই আমরা মনে করি সরকার না বুঝলে তীব্র গনআন্দোলনের মাঝে এই সরকারের বিদায় ঘটবে ইনশাআল্লাহ। এ সময় গিয়াস উদ্দিন দেশের সর্ব স্থরের মানুষকে আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান। এছাড়া তিনি আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশ সফল করার জন্য নারায়ণগঞ্জবাসী সকলের প্রতি আহবান জানিয়েছেন। এন.হুসেইন রনী /জেসি