Logo
Logo
×

নগরের বাইরে

মায়ের কবরে মাটি দিতে পারলেন না যুবদল নেতা রাজিব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম

মায়ের কবরে মাটি দিতে পারলেন না যুবদল নেতা রাজিব
Swapno

 

হরতাল ও অবরোধকে ঘিরে দফায় দফায় নানা নাশকতা মামলার আসামী হয়ে বিএনপির হাজারো নেতাকর্মী বর্তমানে ঘর-বাড়ি ছাড়া হয়ে আত্মগোপনে রয়েছেন। তার পরে ও নিয়মিতই হচ্ছে বাড়ি বাড়ি পুলিশি তল্লাশী যাকে ঘিরে নেতাকর্মীরা নিজস্ব বাস ভবন ছেড়ে অনেকটাই দূরে জীবন যাপন করছে বললেই চলে। এমনকি কেউ আসতে পারছে না পরিবারের লোকদের এক নজর দেখতে তা ছাড়া পরিবারের কেউ না গেলে পুলিশি হয়রানির কারণে প্রিয় মানুষদের জানাযা ও সর্বশেষ মাটি না দেওয়ার নজির ও রয়েছে এই দেশে।

 

এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে এমন আরেকটি বেদনাদায়ক কাহিনীর নজির ঘটেছে বলে শোনা যাচ্ছে। জানা গেছে, আড়াইহাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম রাজিবের মা মৃত্যুবরণ করেন। মৃত মায়ের জানাজায় অংশগ্রহণ ও মাটি দিয়ে শেষ দেখার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পারিবারিক লোকজন। গত শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৩ টায় রাজিবের নিজ এলাকা দুপ্তরা ইউনিয়নের নিজ বাস ভবনে তা মা ইন্তেকাল করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ ঘটিকায় দুপ্তরা ইউনিয়নের একটি বালুর মাঠে রাজিবের মায়ের জানাযা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রথমে রাজিব অংশগ্রহণ করেন। পরবর্তীতে সেখানে হঠাৎ আড়াইহাজার থানা পুলিশের লোকজন রাজিবকে গ্রেফতারের উদ্দেশ্যে সেখানে ফোর্স চলে আসে পরবর্তীতে কৌশলে রাজিব সেখান থেকে পালিয়ে যায়, আর মায়ের কবরে মাটি দেওয়া হয় না তার। আমরা এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরা বলছে, এটা একটি বেদনাদায়ক ঘটনা নিজেরে মৃত মায়ের জানাযা ও সর্বশেষ মাটি না দিতে পারা যে কতটুকু বেদনাদায়ক এটা যার সাথে ঘটে সে বলতে পারবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন