মুন্সিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ মতবিনিময় সভা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৫:০৪ পিএম

গতকাল সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ এর আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ, সেবা প্রদান, তথ্য অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির কৃষি সম্প্রসারণ অফিসার মুন্সীগঞ্জে সদর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল পাটওয়ারী অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয় ও নৈতিকতা কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিয়া শিরিন যুগ্ন সচিব কৃষি মন্ত্রণালয়, মোঃ তারিকুল ইসলাম উপ-সচিব কৃষি মন্ত্রণালয়।
সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. আব্দুল আজিজ উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ। মতবিনিময় সভায় কৃষক কৃষাণী দের পক্ষে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিরাজ খান।
উপসহকারী কৃষি অফিসার দের পক্ষে বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম রুমন, সুশীল সমাজ মুন্সীগঞ্জের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা মতিউল ইসলাম হিরু এবং এড. সুজন হায়দার জনি সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ ও ডিবিসি নিউজ প্রতিনিধি মুন্সিগঞ্জ। কৃষক লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ পিয়ার হোসেন সভাপতি সদর উপজেলা কৃষক লীগ মুন্সিগঞ্জ এবং মোঃ মহসিন মাখন সভাপতি মুন্সিগঞ্জ জেলা কৃষকলীগ।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ কল্যাণ কুমার সরকার অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ, মোঃ আবির হোসেন প্রকল্প পরিচালক বিএডিসি ঢাকা, কৃষিবিদ মোখলেছুর রহমান প্রকল্প পরিচালক কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এবং কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন উপজেলা কৃষি অফিসার মুন্সীগঞ্জ সদর প্রমুখ। এন.হুসেইন/জেসি