Logo
Logo
×

রাজনীতি

মেয়র আইভী’র হঠাৎ পিছটান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম

মেয়র আইভী’র হঠাৎ পিছটান
Swapno

 

মেয়রগিরি ছেড়ে এমপিগিরি করার ঘোষণা দিয়ে মাস না পেরুতেই সেখান থেকে পিছটান দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ওই কথা নাকি তিনি এমনি এমনি বলেছিলেন! কথার পিঠে কথা বলতে গিয়েই বাজেট বক্তৃতায় এমন ঘোষণা দিয়েছিলেন বলে দাবি করেন মেয়র। গত শুক্রবার আমেরিকায় একটি চ্যানেলের টকশোতে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

তার ঘোষণাটির বিশদ ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এতো কাজ করার পরও সিটিবাসীর মন জোগাতে হিমশিম খাচ্ছেন। অনেকে ট্যাক্স দিতে গড়িমসি করেন আবার অনেকে ট্যাক্স কমাতে বলেন, পানির বিল মওকুফের আবদার করেন। শহরে যানজটের জন্যও তাকেই দায়ী করা হয়। বাজেট অধিবেশনে এসব কথা আসার পরই তিনি বলেছিলেন, তা হলেতো একজন এমপিই ভালো আছেন। তাকে এতকিছু নিয়ে ভাবতে হয় না। তা হলে আমি মেয়রগিরি ছেড়ে এমপিগিরিই করবো। 

 

এসব ব্যাখ্যাদানের পর তিনি বললেন, আমি এখন যেখানে আছি সেখানে ভালোই আছি। মেয়র আইভীর পিছটানের প্রসঙ্গ আনতেই এমপি শামীম ওসমানের এক কট্টর সমর্থক হু হু করে হেসে বললেন, আসলে তিনি বাজার যাচাই করতে চেয়েছেন। তিনি ওই ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে দেখেছেন, বর্তমানে তার অবস্থা এমপিগিরির অনুকূলে নেই। মেয়র নির্বাচনে ব্যক্তি আইভীর ঈর্ষণীয় জনসমর্থন থাকলেও এমপি নির্বাচনে মেয়র আইভীর জনসমর্থন ভাটিরদিকে।

 

তবে আইভীর অনুসারীরা মনে করেন, দল যা চাইবে তাই হবে। মেয়র আইভী দলের সিদ্ধান্ত মেনেই কাজ করেন। দল যদি মনে করে আইভী এমপি নির্বাচন করবেন, তো করবেন। মেয়রগিরি ছেড়ে এমপি হওয়ার নজিরতো কম বাংলাদেশে। রাসেল পার্কসহ নানারকম উন্নয়নমূলক কাজ করে মেয়র আইভী এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এস.এ/জেসি     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন