বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

মোগড়াপাড়া-বৈদ্যেরবাজার সড়কজুড়ে খানাখন্দ, ভোগান্তি চরমে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪  


সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে বৈদ্যেরবাজার সড়কে অসংখ্য জায়গায় খানাখন্দ দেখা দিয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রায় সাড়ে চার কিলোমিটারের সড়কটি। অথচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে সোনারগাঁ প্রবেশের অন্যতম প্রধান সড়ক এটি।

 


সরেজমিন সড়কটি ঘুরে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ এই উপজেলায় বিভিন্ন কল-কারখানা গড়ে ওঠায় ভারী যানবাহনের চলাচল বেশি। মালবাহী গাড়িগুলোর অতিরিক্ত ভারে সড়কটির ইট, বালু, পাথর ও মাটি উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দের কারণে যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। ঘটছে দুর্ঘটনা।

 


স্থানীয় বাসিন্দারা জানান, সড়কজুড়ে খানাখন্দ থাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলছে। এত প্রায় সময়ই যানজট লেগে যায়। চলাচলকারী পরিবহন চালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকতে হয়।

 


সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. রেজাউল হক বলেন, মোগরাপাড়া থেকে বৈদ্যেরবাজারের সড়কটি সড়ক ও জনপথ বিভাগের (সওজের) অধীনে থাকায় সংস্কারের বিষয়টি তারা দেখবেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কাজটি খুব শিগগির শুরু হবে বলে তারা আমাদের জানিয়েছেন।

 


নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজের) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস ট্রেনিংয়ে দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আহছান উল্লাহ মজুমদার বলেন, সড়কটি সংস্কারের টেন্ডার পাস হয়ে গিয়েছে। খুব শিগগির কাজ শুরু হবে।      এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর