রাজধানীর বুকে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বিশাল শোডাউন

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পিএম

ঢাকায় বিএনপির কৃষক সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশুর নেতৃত্বে বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের কৃষক সমাবেশে অংশগ্রহণ করেন।
সোমবার (২ অক্টোবর) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকার নটরডেম কলেজ এলাকার আশেপাশে জড়ো হতে থাকেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতাকর্মীরা। পরবর্তীতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশুর নেতৃত্বে কৃষকদলের হাজার হাজার নেতাকর্মী কৃষক সমাবেশে বিশাল শোডাউন করে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সিনিয়র সহ সভাপতি নাজমুল কবীর নাহিদ, সহ সভাপতি মো. ফিরোজ আহম্মেদ, মাহাবুব হাসান জুলহাস, নারায়নগঞ্জ সদর থানা কৃষক দলের আহবায়ক রানা মুজিব, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ ফয়সাল, সদর থানা কৃষক দলের সদস্য সচিব রানা মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।