রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ৩০ ১৪৩১

শফিকের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের দোয়া ও নেওয়াজ বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪  

 

 

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জম্মদিন উপলক্ষে তার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। 

 

গতকাল শুক্রবার ( ১৬ আগস্ট ) বাদ এশা সিদ্ধিরগঞ্জস্থ পাঠানটুলী নীট কনসার্ন সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, প্রধান বক্তা মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। 

 

এ সময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র - জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। 

 

সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি আব্দুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরে এলাহী সোহাগ, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, ১০নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, যুবদল নেতা অদুদ সাগর, সুজনসহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। 

এই বিভাগের আরো খবর