শামীমের সমাবেশ রূপ নিলো জনসমুদ্রে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩

# শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন, তিনি বিশ্ব নেতা : স্বরাষ্ট্রমন্ত্রী
# গত তিন দিন ধরে শুনছি আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে : শামীম ওসমান
শামীম ওসমান নারায়ণগঞ্জে সমাবেশ ডেকেছেন, ওই খবরটা গত কয়েকদিন ধরে সারাদেশের আলোচনার বিষয় ছিল। গতকাল অনুমিতভাবে সেই সমাবেশ হয়েছে, তবে সেটি আর সমাবেশ ছিলনা। পরিণত হয় জনসমুদ্রে। এই বিশাল জনসমুদ্র দেখলো অভিভূত প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বজ্র কন্ঠে আওয়াজ তুলুন ‘বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই স্লোগানে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ শামীম ওসমান এই সমাবেশ ডাকেন।
সমাবেশকে সফল করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের স্লোগান, মিছিলে গোটা নারায়ণগঞ্জ শহর লোকে লোকারণ্য হয়ে পড়ে। সমাবেশস্থলে আসতে থাকা মিছিলের বহরে স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। দুপুর ১২টার দিকে জনসভাস্থলে অস্থায়ী মঞ্চ তৈরির পর শুরু হয় নেতাকর্মীদের আগমন। জেলার প্রতিটি উপজেলা ও থানা এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বিকাল পৌনে ৪টার দিকে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভামঞ্চে উঠার আগেই ২নং রেইল গেট থেকে চাষাড়া পর্যন্ত ছিল জনস্রোত।
ফলে মূল পয়েন্টে প্রবেশের সুযোগ না পেয়ে হাজার হাজার মানুষ অবস্থান নেন নগরীর শহীদ মিনার, সলিমুল্লাহ সড়কসহ আশপাশে। পূর্বঘোষিত এই সমাবেশকে সফল করতে জেলার আওয়ামীলীগ নেতাকর্মীরা বাস-ট্রাক-লঞ্চ-ট্রলারসহ ছোট বড় বিভিন্ন যানে সমাবেশস্থলে যোগ দেন। বিশাল এই জনসমুদ্র দেখে প্রশংসায় ভাসিয়েছেন প্রধান অতিথি স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
তিনি বলেন, ‘সামনে নির্বাচন। এ নারায়ণগঞ্জে পাঁচজন এমপি। সবাই আমার প্রিয় ব্যক্তিত্ব। আজ শামীমের ডাকে আপনারা যেভাবে এসেছেন, এখানে লাখো জনতার ঢল নেমেছে। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র বা পেশি শক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনতার শক্তিতে বিশ্বাস করে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চেয়েছিলেন। সেই বাংলাদেশ হারিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে আমরা সেই চেতনার বাংলাদেশ ফিরে পেয়েছি।’
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, সাবমেরিন কেবল দিয়ে তথ্য পাচার হয়ে যাবে। আমাদের ডিজিটাল হওয়ার দরকার নেই। আজ সেই সাবমেরিন কেবলের মাধ্যমে যোগাযোগ উন্নত হয়েছে। এটাই ডিজিটাল বাংলাদেশ। আগে আমরা বিদেশে গেলে বলতো, তোমাদের পরে পাস দেব, অন্যদের আগে দিত। এখন আমরা বিদেশে গেলে মাথা উঁচু করে বলতে পারি, আমরা বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন।
শেখ হাসিনা বিশ্ব নেতা, সারা বিশ্বে তার প্রশংসা। তিনি আমাদের দেশকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে এসেছেন। আমাদের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ফলে অনেক ক্রাইসিস আমরা মোকাবিলা করতে পারি। বঙ্গবন্ধুর আমলে জাহাজ ঘুরিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। আজ আমরা সব দিকে স্বয়ংসম্পূর্ণ। আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ বটমলেস বাস্কেট।
আজ সে দেশের প্রেসিডেন্ট বলেন, যদি উন্নত হতে চাও বাংলাদেশকে অনুসরণ করো। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়বেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবো। আমার গর্ব হয়, এই প্রজন্ম নিয়ে। স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে আমাদের নতুন প্রজন্ম।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেন, আমাদের অপরাধ ছিল একটাই, যেই অপরাধের কারণে খালেদা জিয়া ম্যাডাম আমাকে বলেছিলেন পার্লামেন্টে তোকে আমি দেখে দেবো। একটা ছবি দেখিয়েছিলাম। অপরাধ ছিল আমরা প্রতিবাদ করেছিলাম। খুনী জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছিলাম। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের নেতা হয়ে থাকলে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন কেন? ওই আলিমকে শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন কেন?
বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে রাজনীতিতে আমরা এসেছিলাম। বজলুল হুদার আত্মীয় স্বজনরা নারায়ণগঞ্জে বসে এখনো ষড়যন্ত্র করছে। হুদার আত্মীয়রা হাজার হাজার কোটি টাকার মালিক। তাদের সাথে আমাদের এখানকার মোস্তাকরাও জড়িত আছে। আমি মোশতাকদের ভয় পাই, বিএনপি-জামাতকে শামীম ওসমান ঠেঙ্গা দিয়েও গোনেনা। নারায়ণগঞ্জে গোলাম আজমের প্রবেশ নিষেধ করেছিলাম। আমরা কি অন্যায় করেছিলাম। জামাত-মুসলীমলীগরা হানাদার বাহিনীকে বাড়ি চিনিয়ে দিয়েছিল।
স্বাধীন বাংলাদেশে তারা এখনো কথা বলে, আমি লজ্জা পাই। এ কারণে গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম। প্রধানমন্ত্রী আমাকে নারায়ণগঞ্জে থাকতে নিষেধ করেছিলেন, তিনি বললেন তোমাকে মেরে ফেলা হবে। তখন ঢাকার আইজি সাহেব তিন গাড়ি পুলিশ পাঠিয়ে নিয়ে গিয়েছিল। এখন আবার গত তিন দিন ধরে শুনছি আবারো আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিল বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, আমরা কলঙ্কমুক্ত হয়েছি। সারা পৃথিবীতে যারা আমাদের তুচ্ছতাচ্ছিল্য করেছিল তাদের বলতে পারি আমরা কারো পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় নাই। কারো দয়া দাক্ষিণ্যে বাংলাদেশ চলেনা। শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে।
শামীম ওসমান বলেন, আমি স্বপ্ন দেখতে পারিনা। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে স্বপ্ন দেখাচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার। আমরা স্বপ্ন দেখছি। কিন্তু আমরা তো সেই ভুক্তভোগী। ১৯৮১ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুনির ভাইকে আমাদের পার্টি অফিসে ঢুকে হত্যা করা হলো। বিএনপির হত্যার রাজনীতি তখন শুরু হলো। বিচার আমরা পাবো কি পাবো জানি না, বিচার দিয়েছি আল্লাহর কাছে, বিচার করবে জনগণ।
আমার এই হাত দিয়ে নারায়ণগঞ্জ শহরে আমরা ৫০টা মানুষকে দাফন করেছি। অনেকের লাশ নিয়ে আমরা কবরস্থান যেতে পারি নাই। যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। তখন কোথাও না কোথাও দেশী-বিদেশীরা বসে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশকে পিছন দিকে ঠেলে দেবার জন্য, সিরিয়া-আফগানিস্থান, ইরাক বানানোর জন্য পৃথিবীর কোথাও না কোথাও, বাংলাদেশের কোথাও না কোথাও বেঈমান শত্রুরা ষড়যন্ত্র করছে।
শামীম ওসমান আরো বলেন, সামনে থেকে আসলে আমরা ভয় পাইনা। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ অফিসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বোম ব্লাষ্ট করলো। আরডিএক্স ফুটিয়ে আমার ২০টা ছেলেকে নাই করে দিলো। আমি তখন রক্তের উপর শুয়ে ছিলাম। আমার মনে হয়েছে কবরের আজাব শুরু হয়েছিল। আমায় তখন জিজ্ঞাসা করছিল কিছু বলবেন, আমি তখন একটা উত্তর দিয়েছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। শেখ হাসিনা শুধু বাংলাদেশের সম্পদ না, আগামীর সন্তানদের ভবিষ্যতের নাম।
শেখ হাসিনার নাম উন্নত বাংলাদেশের নাম। আজকেও বলতে চাই, শেখ হাসিনা আমাদের খুন করতে বলেন নাই। আজ যারা গণতন্ত্রের কথা বলছে তাদের সাথে কিসের গণতন্ত্রের কথা বলবো। যারা ১৩/১৪ তে ৫০০ মানুষকে পুড়িয়ে মেরেছে, ২১ জন পুলিশকে কুঁপিয়ে হত্যা করেছে, ট্রেন পুড়িয়েছে, তাদের সাথে কিসের গণতন্ত্র। মানুষ পুড়িয়ে মেরে কিসের রাজনীতি। নারায়ণগঞ্জের মানুষ সবসময় এডভান্স থাকে। ৫২, ৬২, ৬৬, ৬৯ এর নেতৃত্ব দিয়েছি। আগামীর নেতৃত্বও নারায়ণগঞ্জের মানুষ দিবে।
আমরা ওদের সাথে গণতন্ত্রের রাজনীতি করতে রাজি না। শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমাদের স্বপ্ন শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখেন। এখন একটা জিনিস বুঝতেছি সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর নাগাদ তারা আমাদের মানচিত্রে থাবা দিবে। বাংলাদেশের গণতন্ত্রে ওই সাপগুলো ছোবল দিবে। ওরা ক্ষমতায় আসার জন্য করবেনা, বাংলাদেশকে ধ্বংস করার জন্য করবে। আমি এইটাই বুঝি।
শামীম ওসমান আরো বলেন, শেখ হাসিনা মুক্তির সংগ্রাম করছে। মাথা উঁচু করে যখন আমরা দাঁড়িয়ে গেছি। তখন শকুনের চোখ পড়েছে। উনাকে আঘাত করার চেষ্টা করা হবে। ওই ইবলিশরা এটাও বুঝেনা যে রাখে আল্লাহ মারে কে? তাদের উদ্দেশ্যে বলতে চাই। নারায়ণগঞ্জের পুলিশ প্রচন্ড কষ্ট করছেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের পিটিয়ে অর্ধমৃত করে দিয়েছে। ওরা এখনই মাইর দিতে চাই। আমরা সব সহ্য করবো মাননীয় মন্ত্রী মহোদয়, দরকার হলে রাজনীতি করবো না।
আমাদের গালি দিক, গত ১৪ বছরের কাউকে ফুলের টোকা দেই নাই। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, জাতির পিতাকে নিয়ে যে অশ্লীল ভাষায় গালি দিচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না। তাদের সভ্য কথাও অসভ্য। আমাদের মারলে আপনার কাছে বিচার দেবো না। আমাদের পুলিশ দরকার নাই। কিন্তু নারায়ণগঞ্জে আমাদের ভিতরেও কিছু মোশতাক আছে। কেউ ওই মোশতাকদের আশ্রয় প্রশ্রয়ে যদি কেউ ভাবেন অন্য কিছু। তাদের গ্যারান্টি দিয়ে বলতে চাই, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবে।
শামীম ওসমান আর যারা মনে করছে, আমাদেরকে ভয় দেখাবে, গালি দিবে, স্লোগান দিবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এনাফ ইজ এনাফ। ওই এক এমপি। এমপি হওয়ার আগে করতো আওয়ামীলীগ। তার আগে জাতীয় পার্টি। তারপরে গেছে বিএনপি। রাজনীতির ভাষায় এদেরকে বলা হয় পলিটিক্যাল প্রস্টিটিউট। এদের কোন আদর্শ নাই। ভালো মানুষ ভালো মানুষ চিনে, চোরায় চোরা চিনে। এরা ক্ষমতায় আইসা দলের নেতা হইয়া তারেক রহমান।
বিএনপির ভালো নেতারা লাথি খাইয়া সাইডে চলে গেছে। খুনী নিয়ে বসাইছে কেন সামনে খুন খারাবী করবে। আমাদের বিরুদ্ধে স্লোগান দেন, কিন্তু নারায়ণগঞ্জের মাটিতে আজকের পর থেকে যদি জাতির পিতা কিংবা তার কন্যাকে নিয়ে কোন অশ্লীল গালি দিয়ে স্লোগান দেয়া হয় আমরা ছেড়ে দিবো না। জনগণের কথা শুনতে হবে। জনগণ আমাদের হুকুম দিলে আমরা কি করতে পারি তা দেখাবো।
আরে ব্যাটা নারায়ণগঞ্জ তো আমাদের বাড়ি-ঘর। মন্ত্রী মহোদয় একটু ছাড়ুক, নেত্রী একটু চুপ থাকলে নারায়ণগঞ্জে আমরা তোমাদের কারো সাথে খেলবো না। আমরা ওই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে স্বপক্ষের শক্তি চ্যালেঞ্জ করে বলছি, ঢাকা শহরে কখন, কোথায় টাইম দাও আমরা খেলবো। এবং আমরা ওই খেলায় জিতবো।
নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতাদের দিকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, অনেকেই নারায়ণগঞ্জে অনেক বড় আওয়ামীলীগার সাজতে চান। কিন্তু আওয়ামীলীগের প্রোগ্রামে আসেন না। ডাকলেও আসেন না। বিএনপি জামাতের বিরুদ্ধে কেন জানি কথা বলতে তাদের সমস্যা হয়। তারা কনফিউজড আছেন, সামনে বিএনপি-জামাত আসবে নাকি আওয়ামীগ আসবে।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভুঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম, সাবেক এমপি কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, যুবলীগ নেতা আহমেদ কাওসার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। এস.এ/জেসি
- সিদ্ধিরগঞ্জে যুবকের আত্মহত্যা
- বন্দরে শিশুকে ধর্ষণ চেষ্টা যুবক গ্রেফতার
- চেয়ারম্যান হতে আগ্রহী ফতুল্লার একাধিক আওয়ামী লীগ নেতা
- নারায়ণগঞ্জ বিএনপিতে গৃহদাহ
- লিংকরোডের কাজে ধীরগতি
- চার নেতার ঐক্যের উপর নির্ভর করছে বিএনপির আন্দোলন
- না.গঞ্জ-৫ আসনে ত্রিমুখী উত্তেজনা
- খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন নাকচ,ক্ষুব্ধ না.গঞ্জের নেতৃবৃন্দ
- অবৈধ স্ট্যান্ডে যানজটে নাকাল নগরী
- দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের সাথে পূজা পরিষদের প্রস্তুতি সভা
- যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে:প্রধানমন্ত্রী
- ফের বেড়েছে কাঁচা মরিচের ঝাল
- ‘ছাত্র ঐক্য’ গঠন প্রসঙ্গে যা ভাবছেন নেতারা
- ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
- এবার কঠিন চ্যালেঞ্জে আইভী
- যে কোন মূল্যে আইভীর সাথে ঐক্য চান দুই এমপি
- বহাল তবিয়তে থাকতেই দুই নেতার যত কৌশল
- রাজধানীর বুকে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বিশাল শোডাউন
- আমির ও সুমনের নেতৃত্বে রাজধানীতে চমক দেখাল ফতুল্লা থানা কৃষকদল
- শাহীন-রিফাতের নেতৃত্বে ঢাকার রাজপথ কাপাল নারায়ণগঞ্জ জেলা কৃষকদল
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিজানের ষ্টিকার বাণিজ্য
- ফতুল্লায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- বিপ্লব আনসার সদস্য জালালের পুত্র তাই তার সাত খুন মাফ
- না.গঞ্জ-৩ আসনে এক পরিবারে তিন সাংসদ প্রার্থী
- ১৩ অক্টোবর কাঁচপুরে সমাবেশ করবে আ.লীগ
- বুয়েটের ফারদিন হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩০ অক্টোবর
- সনমান্দীতে নারায়ণগঞ্জ-৩ আসনের মনোননয়ন প্রত্যাশী মনিরের গণসংযোগ
- প্রধানমন্ত্রীকে নিয়ে দুই ভাইয়ের কণ্ঠে একই সুর
- সভাপতি আরজু, সাধারণ সম্পাদক আজাদ
- জনসমাবেশে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের শোডাউন
- তৈমুর মরিয়া প্রমাণ করিল সে মরে নাই!
- ছিনতাইকাণ্ডে গ্রেফতার হওয়া দুই ছাত্রলীগ নেতার শেল্টারদাতা বিরু
- ওমরা থেকে ফিরে ক্ষমা চাওয়ার বিষয়টি ভুলে যাবেন নাতো
- ভাইকাণ্ডে হোঁচট খাচ্ছেন খোরশেদ
- এবার কঠিন চ্যালেঞ্জে আইভী
- জনসমাবেশে রনির নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের বিশাল শোডাউন
- র্যাবের উপর হামলাকারী সেই হানজালা কারাগারে
- এমপি মনোনয়ন নিয়েও হাই আনোয়ারের প্রতিযোগিতা
- নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মনির হোসেনের গণসংযোগ
- না.গঞ্জ-৩ আসনে এক পরিবারে তিন সাংসদ প্রার্থী
- যে কোন মূল্যে আইভীর সাথে ঐক্য চান দুই এমপি
- আ.লীগের ৩৬ দিনের আল্টিমেটাম বিএনপির ভাবনা
- জনসমাবেশে কামরুলের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের শোডাউন
- মাকে আটকে মেয়েকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার
- আ.লীগের পুনর্দখল বিএনপির পুনরুদ্ধারের চেষ্টা
- শামীমের আস্তানায় বিএনপির গর্জন
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে গেলো অর্ধশতাধিক যাত্রী
- সোনারগাঁ উপজেলা যুবদল নেতা নোবেলের বিশাল শোডাউন
- চলতি সপ্তাহে আসছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি
- ধরা খেলেন শামীম ওসমান
- পদত্যাগ করার ঘোষনা দিলেন মেয়র আইভী
- আমার ভাই এমপি হিসেবে অনেক কিছুই বলতে পারেন : আইভী
- ওবায়দুল কাদেরের পা ধরেও কাজ করাতে পারেননি শামীম ওসমান
- আ’লীগের মনোনয়ন নিয়ে
কাদের নওফেলের পর বাণিজ্যমন্ত্রী বললেন ‘ভুয়া’ - গ্রেপ্তার করলে আগে আমাকে করুন : পুলিশকে শাহেদ
- আইভীর নড়াচড়ায় শামীমের দৌড়ঝাঁপ
- আইভীকে দেখে চলে গেলেন হাই-বাদল
- বাবুর রাজ্যে শামীমের হানা !
- শামীম ওসমান কেন, কাউকেই মনোনয়ন দেইনি : ওবায়দুল কাদের
- শামীমের ওসমানের শপথ কাজে আসেনি
- আসছে জাকির খান, থাকছে রাজীব-মোশারফ
- নৌকা মার্কায় কিভাবে নমিনেশন পান দেখা যাবে : বাদল
- আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল
আলোচনায় নারায়ণগঞ্জের ৮ নেতা - ডিসবাবুকে গ্রেপ্তারের পর এসপি কার্যালয়ে শামীম ওসমান (ভিডিও)