শামীম ওসমানের নির্দেশে সিরাজ মন্ডলের নেতৃত্বে শান্তি মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

সারা দেশে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধে জননেতা এ.কে.এম শামীম ওসমানের নির্দেশে সিদ্ধিরগঞ্জে বিশাল শান্তি মিছিল করেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল।
গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ড দোয়ের চত্ত্বর মন্ডল বাড়ির সামনে থেকে মিছিলটি শুরু করে বারমা স্ট্যান্ড, মোল্লা সিনেমা হল, চৌরাস্তা, আদমজী বাজার, সুমিলপাড়া, এস.ও বাস স্ট্যান্ড, নাগিনা জোহা সড়ক ঘুরে মিছিলটি পূনরায় মন্ডলবাড়ির সামনে এসে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, আদমজী বাজার গণি সমিতির সভাপতি সাইদুল ইসলাম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা দুলু মেম্বার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক আবুল কালাম, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন আলম সরদার।
নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাল মোল্লা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লিটন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা দুলু মেম্বার, ইসমাইল হোসেন ইমন, মহানগর ছাত্রলীগ নেতা মো.কামরুজ্জামান বাদল, মোফাজ্জল হোসেন মুন্সি, সোহেল, সজিব, মাসুদ, আল আমিন, আকাশ, সায়েম, শাওন সহ প্রমুখ।
এ সময় মিছিলে এক সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি জামায়াত যাতে দেশের মানুষের জানমালের কোন ক্ষতি করতে না পারে সে জন্য আমরা জননেতা এ.কে.এম শামীম ওসমানের নির্দেশে রাজপথে আছি। আমরা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত রাজপথে থাকবো।
জননেতা এ.কে.এম শামীম ওসমানের নৌকাকে ৭ জানুয়ারি বিপুল ভোটে বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও টানা ৪র্থ বারের মতো প্রধান মন্ত্রী করবো ইনশাআল্লাহ। এ সময় মিছিলে নেতাকর্মীরা এলাকাবাসীর কাছে নৌকা প্রতীকের ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এস.এ/জেসি