বুধবার   ০৪ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৮ ১৪৩০

শামীম ওসমানের সমাবেশে যুবলীগ নেতা খান মাসুদের যোগদান 

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  


বজ্র কন্ঠে আওয়াজ তুলুন ‘বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই শ্লোগানে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমানের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে শহরে বিশাল তাক লাগানো শোডাউন নিয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এই জনসভা যোগ দিতে বন্দর সিরাজউদ্দৌলা মাঠে নেতাকর্মীরা মিছিল নিয়ে জমায়েত হয়। পরে সেখান থেকে আওয়ামী লীগের দলীয়, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমানের নামে বিভিন্ন স্লোগান দিয়ে নেতাকর্মীরা খান মাসুদের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীপার হয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জনসভাস্থলে যোগদেন।

 

এসময় উপস্থিত ছিলেন নাসিক ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারোয়ার সবুজ, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, সোহেল, শেখ মুমিন, উজ্জল আহমেদ, খায়রুল আলম সুজন, মোহাম্মদ হোসেন, মিলন আহমেদ, সাজু, উজ্জ্বল আলী,কামাল হোসেন, আজিজুল হক, ইকবাল, শেখ মাঈনুদ্দিন, রায়হান কবির, নুন্না, মহোসীন, সায়মন খান, বুলবুল, পারভেজ, টিটু আলিম, পাভেল, মাসুদ, আল-আমিন, সুরুজ, রকিবসহ  অন্যান্য নেতৃবৃন্দ।
 

এই বিভাগের আরো খবর