Logo
Logo
×

নগরের বাইরে

শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম

শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
Swapno

 

আড়াইহাজারে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় নাঈম নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

রকিব উদ্দিন আহমেদ জানান, ২০২১ সালের ২৩ আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রাম এলাকায় রমজান আলীর ছয় বছরের শিশু সন্তানকে নাঈম আইসক্রিম ও চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে, নিজের ঘরে ধর্ষণ ও হত্যা করে ওই আসামি। এই ঘটনায় মামলা করে শিশুর একজন স্বজন। পরে, নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ।

 

আসামি নাঈমকে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই আইনজীবী বলেন, ‘১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি নাঈমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন