Logo
Logo
×

নগরের বাইরে

শীতলক্ষ্যা নদীতে মিললো নারীর মরদেহ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৬:২০ পিএম

শীতলক্ষ্যা নদীতে মিললো নারীর মরদেহ
Swapno

 

সিদ্ধিরগঞ্জ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ মার্চ) সিদ্ধিরগঞ্জের শ্মশান ঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায় নি। পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি সকাল সাড়ে ১০ টায় নদীতে ভাসতে দেখে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যান।

 

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এখনো নিহতের নাম-পরিচয় জানা যায় নি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মরদেহটি নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশকে দেওয়া হবে। এটি নৌ পুলিশের এরিয়াতে হওয়ায় এ বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মিজানুর রহমান জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানাে হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন