রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ৩০ ১৪৩১

শেখ হাসিনা শতাব্দীর সেরা স্বৈরশাসক: কাজী মনিরুজ্জামান

ইফতি মাহমুদ

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  


শেখ হাসিনা এই শতাব্দীর সেরা স্বৈরশাসক, সন্ত্রাশ নৈরাজ্য আমরা বিশ্বাস করি না সন্ত্রাশী যদি ক্ষমতায় টিকে থাকার মাধ্যম হত তাহলে শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল না।


বুধবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জে জেলা দায়রা জজ আদালতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান তার রাজনৈতিক সর্বশেষ মামলার জামিল লাভের পর এসকল মতামত ব্যক্ত করেন। এসময় কাজী মনিরুজ্জামান বলেন, কোনভাবেই আমরা প্রতিহিংসা করব না। আমরা অন্যের উপর ঝুলুম অত্যাচার করব না। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন আমরা কোন প্রতিশোধ নিবো না। আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই ন্যায় বিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা বর্তমান সরকারকে সহযোগীতা করতে চাই যেন তাদের নেতৃত্বে একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য নির্বাচন মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। 

 

তিনি আরও বলেন, আজকের এই মামলাটি হচ্ছে ২৮ অক্টোবরের মামলায় ৬১ জন আসামী ছিল এটা ছিল আমাদের সর্বশেষ মামলা। ২০১৩ থেকে আজ পর্যন্ত ১১ বছর আমার এই রূপগঞ্জ থানায় ১৭৯০ জন আসামী ছিল সমস্ত মামলার মধ্যেই আমি আসামী ছিলাম। আজকে সর্বশেষ মামলা আমরা হাইকোর্ট জামিন থেকে আজকে জেলা জজের কাজ থেকে আমরা আজকে জামিন নিলাম। এটা আমাদের সর্বশেষ মামলা। এই অসহায় অবস্থাই দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীরা আদালতের প্রাঙ্গনে দিন কাটিয়েছে সময় কাটিয়েছে কষ্টে তাদের জীবন কেটেছে আজকে আমি বলতে চাচ্ছি এই দীর্ঘ ১৭বছর আমারা যারা বিএনপি করি সকল পর্যায়ের নেতাকর্মীরা নিষ্ঠুর নির্মম মামলার শিকার হয়ে কষ্ট করেছি। আজকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যারা এই পতনের মূলে কাজ করেছে আমি বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 

এই বিভাগের আরো খবর