Logo
Logo
×

রাজনীতি

সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার পরিকল্পনা করছে : টিটু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ পিএম

সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার পরিকল্পনা করছে : টিটু
Swapno

 

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেছেন, এ সরকার বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার পরিকল্পনা করছে। বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় পুলিশ র‌্যাব দিয়ে বাংলাদেশ সামাল দিতে পারবেন না। আজ দেশনেত্রীকে বন্দি করে রেখেছেন। আপনাদের বন্দি করে রাখার সময় আসছে।

 

 

আপনারা বন্দি হবেন গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রের দায়ে। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে একদফা দাবীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, শুধু তৃণম‚ল নয় বটগাছের ম‚ল উৎখাত করবে জাতীয়তাবাদী শক্তি। অবিলম্বে এ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করবো।

 

 

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বন্দি করে রাখা, সমগ্র জাতিকে বন্দি করে রাখা, মানবাধিকার ও গণতন্ত্রকে বন্দি করে রাখা। এ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন খালেদা জিয়া।

 

 

স্বৈরাচার এরশাদ যখন গণতন্ত্র নষ্টের চেষ্টা করেছিল তখন বোগম খালেদা জিয়া তার বিরুদ্ধে আন্দোলন করে তার পতন ঘটিয়েছিল। গুলি করে হত্যা করে সে ক্ষমতায় থাকতে পারেনি। তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি করতে না পারলে গণতন্ত্রকে হত্যা করতে পারবে না এটা ওরা জানে।

 

 

খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসার জন্য আমাদের বিক্ষোভ করতে হয় এটা দুঃখজনক।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন