সহজ জয়ের পথে শামীম ওসমান মানতে নারাজ জাপা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

# বিএনপির ভোট জাতীয় পার্টিতেই পড়বে দাবি জাতীয় পার্টির প্রার্থী খোকা মোল্লার
আগামী ৭ ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সাসদ নির্বাচন এরই মধ্যে সারাদেশেই আওয়ামী লীগ-জাতীয় পার্টি - সহ অন্যান্য শরীক দলের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জেও ৫ টি আসনে মনোনয়নে যাচাই বাছায়ের চুড়ান্ত ঘেষনা দেওয়া হয়েছে। জানা যায়, নারায়ণগঞ্জ জেলায় ৫ টি আসনে ৪৫ টি মনোনয়ন মনোনয়ন জমা দিলেও এর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল হওয়ার পর ৩৮ জনের বৈধ হয়।
আর এই নারায়ণগঞ্জ ৫ টি আসনের অন্যতম নারায়ণগঞ্জ ৪ আসন যে আসনটিতে টানা ২য় ও ৩ বারের মতো এমপি শামীম ওসমান। আর এই আসনটিতে আওয়ামী লীগের কোন সতন্ত্র প্রার্থী নেই। প্রথমে এই আসনটিতে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ পলাশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী থাকলেও পরবর্তীতে নিজে থেকেই সড়ে দাড়ান। তবে পলাশ সড়ে দাড়ালেও এই নারায়ণগঞ্জ ৪ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমাদেন।
এদের মধ্যে ২ জন বাতিল হলেও আরও ৯ জন জনকে বৈধ ঘোষনা করা হয়। যাদের মধ্যে শামীম ওসমান (আওয়ামী লীগ) ,মো: সৈয়দ হোসেন (সমাজ তান্ত্রিক দল জাসদ) আলী হোসেন (তৃনমূল বিএনপি),মো: মুরাদ হোসেন( জাকের পার্টি) ,সালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি) মো: সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ,হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ) ,মো: শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি) গোলাম মোর্সেদ রনি (বাংলাদেশ কংগ্রেজ)। তবে এই আসনটিতে যে
সকল দলগুলো নির্বাচন করেছে তার মধ্যে প্রতিদ্বন্দিতায় যদি লক্ষ করা হয় তাহলে দেখা যাবে জাতয়ি পার্টির প্রার্থীর নাম চলে আসবে। আর যে সকল দলের প্রার্থীরা নির্বাচন তাদের মধ্যে অনেকেই দেশের মানুষের কাছে অনেকটাই অচেনা। তবে শামীম ওসমার্নে কাছে এই সকল প্রার্থী কতোটা লড়াই করতে পারবে এইটাই দেখার বিষয়। হয়তো এবারো এই সকল প্রার্থীকে পিছনে ফেলে ৪র্থ বারের মতো এমপি হবেন শামীম ওসমান। এই আসনে তাকে প্রতিদ্বন্দিতা করার মতো নেই কোন
হেবিওয়েট প্রার্থী নেই তাই অনেকেই মসনে করছেন শামীম ওসমান খুব সহজেই এমপি হয়ে যাবে আবারো। তবে অন্যান্য প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারাও এমপি শামীম ওসমানকে এবার ছাড় দিতে রাজি নন।বিশেষ করে নারারায়ণগঞ্জ ৪ আসনে জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছে সালাউদ্দিন খোকা মোল্লা তিনিও একজন এই নারায়ণগঞ্জে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত বিভিন্ন স্কুল ,কলেজ ,মাদ্রাসা সহ নানান সামাজিক কর্মকাণ্ডে তিনি জরিত রয়েছেন। তিনি নিজেও আশা
করেন এই আসনটিতে জাতীয় পার্টির ব্যাপক সমর্থন রয়েছে। শুধু তাই এলাকার মানুষ তাকে সামাজিক বান্ধব লোক হিসেবেই সকলের কাছে ব্যাপক ভাবে পরিচিত। তিনি মনে করছেন এই নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের ২৫শতাশেংর মতো ভোট রয়েছে বিএনপির ও ভোট রয়েছে যেহেতু বিএনপির নির্বাচনে আসছে না সেই ক্ষেত্রে বিএনপির ভোট গুলো জাতীয় পার্টির লাঙ্গল মার্কাতেই পড়বে। কারন এই দেশে রড় রড় মেগা প্রজেক্ট আছে তা পল্লি বন্ধু এরশাদের আমলেই হয়েছে তাই তিনি মনে এই আসনে বিএনপির সমর্থকদের ভোট ও জাতীয় পার্টির ভোট পেলে অনেকটাই তিনি এগিয়ে থাকবেন।