বুধবার   ০৪ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৮ ১৪৩০

সাদেকের জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন জাকির খান

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  


নারায়ণগঞ্জ জেলা যুবদলের নয়া আহবায়ক আড়াইহাজারের আধি বাসিন্দা হলেও এখন তিনি ফতুল্লার স্থায়ী বাসিন্দা। তিনি ফতুল্লার ভোটারও। তাই বলা চলে জেলঅ যুবদলের আহবায়ক এবং সদস্যসচিব দুইজনেই ফতুল্লার বাসিন্দা। কিন্তু সাদেকুর রহমান সাদেকের বাড়ি এখন দেওভোগ বাংলাবাজার গ্রামে।

 

 

এক সময় জাকির খানের সাথে থাকলেও এখন তিনি নজরুল ইসলাম আজাদের সাথে রয়েছেন। কিন্তু বেড়েছে জাকির খানের সাথে দূরত্ব। তাই জাকির খানের অনুসারীরা এখন সাদেককে কিভাবে দেখবেন সেই প্রশ্ন রয়েছে। কারন জাকির খান কারাগারে থাকলেও এই শহরের রাজনীতিতে তিনি এখনো ফ্যাক্টর।

 

 

নারায়ণগঞ্জ শহরে এখনো জাকির খানের একটি কর্মী বাহিনী সক্রিয় রয়েছে। তাদেও সংখ্যাও একেবারে কম নয়। তবে জাকির খান কারাগারে থাকাতে তারা নানা ভাবে পদপদবী থেকে বঞ্চিত হচ্ছে। তাই জাকির খানের এক সময়কার সহকর্মী সাদেক জেলা যুবদলের আহবায়ক হওয়ায় তারা আশবাদী হওয়ার কথা ছিলো।

 

 

কিন্তু সেটা হচ্ছে না। কারন সাদেকের সাথে এখন তাদেও যোজন যোজন দূরুত্বেও সুষ্টি হয়েছে। তাই ফতুল্লার যুবদলের কমিটিগুলিতে জাকির খানের সমর্থকরা স্থান পাবেন কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। তাই জাকির খান আর সাদেকের মাঝে খেলাটা এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখা বিষয়।

 


এদিকে অনেক কাঠখড় পোরানোর পরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পেলেনে সাদেকুর রহমান সাদেক। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ রাস্ট্র ক্ষমতায় এলে তখন সংসদ সদস্য হয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি একেএম শামীম ওসমান।

 

 

বিএনপির ওই সময়কার নেতাকর্মীদের অভিযোগ হলো শামীম ওসমান এমপি হওয়ার পরেই নারায়ণগঞ্জে বিশাল ক্যাডার বাহিনী সৃষ্টি করে বিএনপির নাম নিশানা মুছে ফেলতে চেয়েছিলেন। আর তখনই শামীম ওসানকে চ্যালেঞ্জ জানিয়ে বিরাট উথ্যান ঘটেছিলো জাকির খানের।

 

 

জাকির খান তখন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। আর জাকির খানের নেতৃত্বে গঠন করা ওই কমিটির সহসভাপতি ছিলেন জেলা যুবদলের বর্তমান আহবায়ক সাদেকুর রহমান। তবে তিনি এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদেও সঙ্গে রাজনীতি করছেন। এতোদিন পরে এসে সাদেকের আহবায়ক হওয়ার পেছনে মূল দায়িত্ব পালন করেছেন আজাদ।

 


এদিকে সাদেকুর রহমানে বর্তমান নিবাস ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের বাংলাবাজার হলেও তিনি আড়াইহাজারের আধি বাসিন্দা। তাই আড়াইহাজেরর নেতা নজরুল ইসলাম আজাদের সাথে বিগত প্রায় এক যুগ ধরে তাকে রাজনীতি করতে দেখা যাচ্ছে। এছাড়া বহু বছর ধরেই সাদেকুর রহমান সাদের নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি হওয়ার জন্য চেষ্ঠা করে আসছেন।

 

 

কিন্ত কোনো মতেই এই দায়িত্ব তিনি পাননি। তবে দেরীতে হলেও তার সেই আশা পূরন হলো। এছাড়া এমন এক সময় তিনি গুরুত্বপূর্ণ জেলা যুবদলের দায়িত্ব পেলেন যখন নাকি দেশের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এই মুহুর্তে ভয়ানক অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের রাজনীতি।

 

 

আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে বিদায় করতে চায় বিএনপি। আর যেকোনো আন্দোলন নির্ভর করে যুবদল আর ছাত্রদলের উপর। তাই সাদেক এবারের আন্দোলনে কতোটা সাফল্য দেখান সেই প্রশ্ন রয়েছে। তার সঙ্গে সদস্য সচিব করা হয়েছে মশিউর রহমান রনিকে। তাই রনিকে সঙ্গে নিয়ে সাদেক পথ চলবেন নাকি দু,জন দুই পথে হাটবেন সেটাই এখন দেখার বিষয়।

 


এদিকে মশিউর রহমান রনি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে এই মুহুর্তে রনি একটি মামলায় আসামী হয়ে পলাতক রয়েছেন। সম্প্রতি মাসদাইরে কিশোর গ্যাং-এর হামলা ও সংঘর্ষের যে মামলা হয়েছে সেই মামলায় রনিকে আসামী করা হয়েছে। যদিও রনি এ বিষয়ে মোটেও জরিত নন বলে জানিেেয়ছেন ওই সময় তিনি নারায়ণগঞ্জেই ছিলেন না।

 

 

তাই রনির সঙ্গে যোগাযোগ রেখে সাদেক দলকে এগিয়ে নেবেন কিনা সেটা বলা যাচ্ছে না। সেই সম্ভাবনা কম বলেই বিএনপির রাজনীতির দিকে যারা নজর রাখছেন তারা মনে করেন।

 


এদিকে বর্তমান সরকারের সাথে আগামী দেড় মাসের মধ্যে ফাইনাল খেলা শেষ হবে বলে সরকারী সূত্রগুলি জানিয়েছে। কারন দেড় মাস পরেই তফসিল ঘোষনা  হয়ে যাবে। তাই এরই মাঝে বিএনপি অলআউট আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছে সরকার ও প্রশাসন।

 

 

তাই এ বিষয়ে সরকারও ব্যাপক সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে এরই মাঝে বিরোধীদের দমাতে হামলা মামলা জোরদার করেছে বলে সূত্র নিশ্চিৎ করেছে। তাই আগাী দেড় মাসের মধ্যেই দেশে কারা টিকে থাকবে আর কারা পরাজিত হবে এটা নির্ধারিত হয়ে যাবে।

 


এমতাবস্থায় সাদেকুর রহমান যুবদলকে নেৃতত্ব দিয়ে নারায়ণগঞ্জ জেলায় আন্দোলন কতোটা বেগবান করতে পারবেন সেই প্রশ্ন রয়েছে। তিনি কোন পথে হাটবেন সেটাই এখন দেখার বিষয়।   এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর