বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

সাবেক হুইপ বাবুর ক্যাডার সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন গ্রেফতার

সাইমুন ইসলাম :

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪  

নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) সাবেক সংসদ সদস্য ও সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ক্যাডার হিসেবে সুপরিচিত পুলিশ হত্যা মামলার আসামিসাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয়েছে।  গতকাল রাতে ফতুল্লার সস্তাপুর থেকে  ডিবি কর্তৃক তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি)  তারেক আল মেহেদী  বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

 

উল্লেখ্য যে, এই আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবু এই এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিলেন।  চাঁদাবাজি থেকে ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাং  এর শেল্টারদাতা  থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা সাবেক সাংসদ বাবু করেনি। এলাকায় আধিপত্য ধরে রাখতে নিজের বিশ্বস্ত ক্যাডার সাইফুল ইসলাম স্বপনকে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছিলেন। যদিও পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়েও  তিনি জিততে পারেননি।  তবে বাবু ছিলেন নাছোড়বান্দা। 

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তার ক্যাডারকে জয়ী করে আনতে না পারলেও আড়াই হাজার উপজেলা চেয়ারম্যান পদে বল প্রয়োগ করে নিয়ম বহির্ভূতভাবে তাকে জয়ী করে আনেন।  নজরুল ইসলাম বাবুর সকল অপকর্মের সহযোগী এই সাইফুল ইসলাম স্বপন উপজেলা চেয়ারম্যান হয়ে এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করার সকল রোড ম্যাপ করে ফেলেছিলেন।যদিও বেশিদিন চেয়ারম্যান হিসেবে তিনি থাকতে পারেননি।  সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তবে সাইফুল ইসলাম স্বপনের গুরু এখনো ধরা না পড়লেও ঠিকই ধরা পড়ে গেছেন তিনি। সাইফুল ইসলাম স্বপনের গ্রেফতার এর খবরে আনন্দে ভাসছে আড়াইহাজার উপজেলার বাসিন্দারা।

এই বিভাগের আরো খবর