Logo
Logo
×

বিনোদন

সালমান মুক্তাদির আটক

Icon

প্রকাশ: ০১ আগস্ট ২০১৮, ১১:৪৭ এএম

সালমান মুক্তাদির আটক
Swapno

বিনোদন ডেস্ক (যুগের চিন্তা ২৪) : টেলিভিশন অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে পুলিশ আটক করে।  মঙ্গলবার সালমান মুক্তাদির বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়া হাজার হাজার শিক্ষার্থীদের সাথে কথা বলতে যান। তারা সালমান মুক্তাদিরকে তাদের ক্ষোভের কথা জানায়। এসময় শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সালমান পুলিশের সাথে কথা বলেন।

সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভ ভিডিওতে এ ঘটনা সরাসরি দেখা যাচ্ছিল। একটু পরেই সালমানকে পুলিশ আটক করে। কিন্তু সাংবাদিকদের কারণে পুলিশ তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানান সালমান মুক্তাদির নিজেই।

মঙ্গলবার সালমান মুক্তাদির এয়ারপোর্ট রোডে শিক্ষার্থীদের আন্দোলনে যান। এ বিষয়ে সালমানের বক্তব্য, অল্প বয়সী শিক্ষার্থীরা অতি আবেগপ্রবণ। তারা ভুল করে ফেলতে পারে। আমি গিয়েছি আমার জায়গা থেকে তাদেরকে বোঝাতে। এক পর্যায়ে পুলিশ আমাকে অন্যায়ভাবে আটক করে।

সালমান বলেন, সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক ভাইয়েরা আমাকে রক্ষা করেছে এবং পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। তারা অনেকজনজনকেই এভাবে রক্ষা করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন