Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সেলিম বাহিনীর তাণ্ডব, আহত ৪

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৩:৫৯ পিএম

সিদ্ধিরগঞ্জে সেলিম বাহিনীর তাণ্ডব, আহত ৪
Swapno



সিদ্ধিরগঞ্জে চারজনকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সেলিম মিয়া বাহিনীর বিরুদ্ধে৷ গতকাল সোমবার (১৫ মে) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়ায় ওই ঘটনা ঘটেছ। অবৈধভাবে জমি দখলে বাধা দেওয়ায় ওই তাণ্ডব চালানো হয়। এতে আহত রোকনুজ্জামান কামাল সিদ্ধিরগঞ্জ থানায় এজহার দায়ের করেছেন।  

 

 

মামলার এজহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ির পশ্চিমপাড়ায় নিউ আরএস হাই ফ্যাশন লিমিটেড অবস্থিত। জালকুড়ি মৌজার ১৩ শতাংশের একটি জমি নিয়ে সেলিম গংয়ের সাথে দীর্ঘদিন ধরে কোম্পানিটির বিরোধ চলে আসছে, যা নিয়ে আদালতে মামলা চলমান। সোমবার উক্ত জমি দখলের উদ্দেশে রামদা, ছুরি, লোহার রডসহ অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে যায় সেলিম বাহিনী।

 

 

খবর পেয়ে কোম্পানির লোকজন জমিতে গিয়ে বিবাদীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলা চালায় সেলিম গং। হামলায় রোকনুজ্জামানসহ কোম্পানির এডমিন অফিসার এমরান হোসেন, একাউন্ট অফিসার আরমান, সিকিউরিটি ইনচার্জ সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

 

 

তাদেরকে জখম করে সেলিম মিয়া, জুয়েল, শাকিল, আলী হোসেন, জসিম, জামাল, জুলহাস, রাজন ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই ইয়াউর বলেন, এ বিষয়ে থানার অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন