সোনারগাঁয়ের টাইগার গ্রুপের গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৬
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৭:০৫ পিএম
সোনারগাঁয়ের দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপ’ এর প্রধান গ্যাং লিডার বাবুসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৪টি ধারালো ছোরা, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টীলের চাকু উদ্ধার করা হয়। ১৬ আগস্ট দিবাগত রাতে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, বাবু, আশিক, মোঃ রাসেল, মেহেদী হাসান, মোঃ রাকিব, ও মোঃ ইব্রাহীম। ১৭ আগস্ট দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা নিজেদের কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপ’র সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।
গ্রেপ্তারকৃতরা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনাস্থলে ছোরা, সুইচ গিয়ার চাকু, স্টীলের চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
তারা সংঘবদ্ধ হয়ে একটি কিশোর গ্যাং গ্রুপ তৈরি করে এবং বিভিন্ন সময় কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে, বলে জানা যায়। এন.এইচ/জেসি


