Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ পিএম

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা
Swapno

সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় অনুষ্ঠিত এ কর্মিসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।

 

 

গতকাল রবিবার(২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু।

 

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক কাজী লিটু, উপজেলা জাতীয় যুবসংহতির সদস্য সচিব সেকান্দর আলী, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হাসান জয় মেম্বার, ফজলুর হক মেম্বার, রুহুল আমিন মেম্বার, দেলোয়ার হোসেন মেম্বার, ইব্রাহিম মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, শহিদ বাদশা মেম্বার।

 

 

সভায় এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু এরশাদের শাসনামলে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন