Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ৩ মিষ্টির দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৫:৪০ পিএম

সোনারগাঁয়ে ৩ মিষ্টির দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


সোনারগাঁ উপজেলার মোগরাপারা চৌরাস্তা এলাকার মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সৈয়দা সালেহা নূর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দিয়েছেন।

 

 

তথ্য নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট সৈয়দা সালেহা নূর জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার মোগরাপারা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এ, সরমালাই মিষ্টান্ন ভান্ডার, টু-ষ্টার ও আনন্দময়ী সুইটসকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানান তিনি। ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা কালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে সোনারগাঁ থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা সালেহা নূর।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন