
# যৌক্তিক দাবি মনে করেই নাম পরিবর্তন করা হয়েছে : জেলা প্রশাসক
অবশেষে অর্ধশতাধিক বছরের পুরোনো বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। কারণ আকস্মিকভাবে জেলা প্রশাসন স্কুলের নাম পরিবর্তন করে এতে করে ফুঁসে উঠে নারায়ণগঞ্জবাসী। পরবর্তীতে এই নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেন এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। আর এই মানববন্ধন থেকে জেলা প্রশাসনের কঠোর সমালোচনা পূর্বের নাম বহাল রাখার দাবি তুলেন প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিরা। যার ফলশ্রুতিতে জেলা প্রশাসন দাবিগুলোকে যৌক্তিক মনে করে কালেক্টরেট নাম পরিবর্তন করে আবার পূর্বের নাম সচল রাখার সিদ্ধান্ত নেয়।
দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে সর্বমহলে নিন্দার ঝড় বইছিল। নারায়ণগঞ্জের সচেতন মহল থেকে শুরু করে নারায়ণগঞ্জের প্রভাবশালী দুই জনপ্রতিনিধি এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সমালোচনা করে এবং স্কুলের প্রাক্তনদের যৌতিক তিনটি দাবি জেলা প্রশাসনকে আমলে নেয়ার দাবি করেন। এতে করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন স্কুলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত থেকে সরে এসে পুরানো নাম সচল রাখার সিদ্ধান্ত নেয়। তবে তিনটি দাবির মধ্যে অন্যতম ছিল ডিসি রাব্বি মিয়া ভবনের নাম পরিবর্তন করে আয়েশা জালালের নামকরণের দাবিটি এখন মন্ত্রনালয়ের বিষয় হয়ে যাওয়ায় এ বিষয়ে জেলা প্রশাসক আশ্বস্ত করতে পারেনি। তবে প্রিপারেটরি স্কুলের পুরাতন ভবনকে না ভেঙ্গে সংস্কার করবে বলে আশ্বস্ত করেন।
সূত্রে জানা যায়, ১৯৫৫ সালে আবদুল ওয়াহিদ আদমজীর পৃষ্ঠপোষকতায় এবং মিসেস পিটার হাবার্ড এর নেতৃত্বে ক্যাপ্টেন ডাব্লিউ এফ রহমান নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল প্রতিষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রয়াত প্রধান শিক্ষিকা আয়েশা জালাল এইা স্কুলের জায়গা সম্প্রসারণসহ তার মেধা ও অক্লান্ত শ্রম দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এছাড়া তিনি দায়িত্ব পালনকালে এই স্কুলের ফান্ডে ৪ কোটি টাকা রেখে যান। এছাড়া স্কুলের অর্থায়নে নির্মিত বিদ্যালয়টির একটি ভবন প্রয়াত প্রধান শিক্ষিকা ‘আয়েশা জালাল ভবন' নামে নাম-করণের শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিল।
কিন্তু উক্ত ভবনটি সাবেক জেলা প্রশাসক জনাব রাব্বী মিয়ার নামে নামকরণ করা হয়েছে। এতে করে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের মাঝে এক প্রকার ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ আকস্মিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বর মাসের দিকে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তন করে ‘নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরী স্কুল' নামকরণ করা হয়। এতে করে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সমগ্র নারায়ণগঞ্জের সর্বমহলের মানুষের মধ্যে ক্ষোভ এবং নিন্দার ঝড় বইতে থাকে। তবে কালেক্টরেট নাম পরিবর্তন করে পূর্বের নাম সচল রাখার জন্য প্রাক্তন শিক্ষার্থীরা জেলা প্রশাসকের বরাবর চিঠি দিয়েও কোন সুরাহা পায়নি।
যার ফলে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সচেতন মহল স্থানীয় জনপ্রতিনিধিরা মানববন্ধন করতে বাধ্য হন। আর এই মানববন্ধন থেকে জেলা প্রশাসনের কঠোর সমালোচনা করে দাবিগুলো মেনে নেয়ার অনুরোধ করেন। পরিশেষে ২৭ ডিসেম্বর জেলা প্রশাসনের নতুন সিদ্ধান্তে কালেক্টরেট নাম দেয়া সেই ব্যানার সড়িয়ে পূর্বের নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল লিখা ব্যানার সাটানো দেখা যায়। এতে করে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাতে থাকেন।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ যুগের চিন্তাকে বলেন, ‘নামটি পরিবর্তন করা হয়েছে। যেহেতু এইখানকার পুরানো ছাত্রী-ছাত্রী যারা ছিলেন তারা দাবি করেছিলেন যে আমাদের পুরানো নামটা বহাল থাক এটা আমাদের একটা শ্রদ্ধার জায়গা। আমার কাছে মনে হয়েছে এটা তাদের যৌক্তিক দাবি। তাই পরিবর্তন করা হয়েছে।’তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তার স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।
স্কুলটি স্বনামে ফিরে আসার ব্যাপারে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম যুগের চিন্তাকে বলেন, ডিসি যদি নাম পরিবর্তন করে থাকে তাহলে ভাল কাজ করেছে, তাকে সাধুবাদ জানাই এবং নারায়ণগঞ্জবাসীর মতামতের প্রতিফলন যেন ঘটে এইদিকে প্রশাসনের খেয়াল রাখা উচিত। জেলা প্রশাসকের প্রতি নারায়ণগঞ্জবাসীর আহ্বান ছিল তার শুভ বুদ্ধির উদয় হয়েছে হয়তো এই কারণেই নাম পরিবর্তন হয়েছে। এতে করে বুঝা যায় নারায়ণগঞ্জের মানুষের মতামতকে সে প্রাধান্য দিয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ যুগের চিন্তাকে বলেন, ‘আগের নামে বহাল রেখেছেন আমি জেলা প্রশাসক শুভকামনা স্বাগত জানাই এবং তাকে ধন্যবাদ। তবে কথা হচ্ছে ডিসি রাব্বি মিয়া ভবন এই নামটাও পরিবর্তন করা দরকার এবং যারা জেলা প্রশাসক আসবেন তাদের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই আপনারা জেলা প্রশাসক আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু কেউ আপনারা শাসক না আপনারা জনগণের সেবক এইটা সবসময় মাথায় রাখা দরকার। জেলা প্রশাসকদের নামকরণের যে প্রবনতা আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি এইটা খুব নিন্দনীয়।
আমি বলব যে তাদের এই জায়গা থেকে সরে আসা দরকার মানুষ যদি তাদেরকে সম্মান করে এমনিতেই মানুষ তাদের নামে দিবে তাদের নিজেদেরকে চাপিয়ে দেয়ার দরকার নাই। নারায়ণগঞ্জে মুসলিম ইন্সটিউশনকে রহমাতুল্লাহ নামকরণ করেছে সাবেক এইচডিও রহমাতুল্লাহ সাহেবকে এখনো নারায়ণগঞ্জের মানুষ মনে করে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভবনের নির্মাণের ক্ষেত্রে ডিসি হাবিবুর রহমান ছিলেন তাকেও আমরা এখনো মনে করি কাজের মাধ্যমে মানুষ মনে রাখবে জোর করে আসলে সম্মান অর্জন করা যায় না এইটা তাদের মনে রাখা দরকার।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, ‘আমাদের আন্দোলনের ফলে ডিসি সাহেব এখন পূর্বের নাম বহালের সিদ্ধান্ত দিয়েছে সে হিসেবে আজকে নামফলক ঝুলিয়েছে। বাকি আমাদের যে দুইটা দাবি ছিল একটা হচ্ছে আয়েশা জালালের নামে ভবনের নামকরণ করা এইটা তিনি এখন করতে পারবে না এটা মন্ত্রণালয়ের বিষয়। আর পুরাতন ভবনটিকে ভাঙবে না সংস্কার করা হবে এইরকম আশ্বস্ত করেন। এতে করে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বইছে।’
এস.এ/জেসি