
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহরে মিলাদ দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে শহরের নারায়ণগঞ্জ কলেজ সংলগ্ন এলাকায় এ মিলাদ দোয়া ও খাবার বিতরণ করা হয়।
১৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ১৫নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক ওসমান গণি, সহ সভাপতি সাঈদ হোসেন ও যুবদল নেতা মুসা সহ আরও অনেকে। এন. হুসেইন রনী/ জেসি