Logo
Logo
×

খেলাধূলা

২০২৩ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ!

Icon

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০১:১৯ পিএম

২০২৩ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ!
Swapno

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : আগামী ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের মূল আয়োজক ভারত। ঐ আসরে ভারতের সঙ্গে সহযোগী আয়োজক হতে পারে বাংলাদেশও। এ ব্যাপারে এখনো ভারতকে আনুষ্ঠানিক কোন প্রস্তাব দেয়া হয়নি। 

 

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, ২০২৩ বিশ্বকাপের কিছু ম্যাচ বাংলাদেশে আয়োজনের সম্ভাবনা আছে।মূলত পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের উপরই নির্ভর করছে বিষয়টি। 


বোর্ড সভাপতির তথ্যানুযায়ী, বিশ্বকাপের আগে এই স্টেডিয়াম প্রস্তহুত হওয়ার বিষয়টি চূড়ান্ত হলে সহযোগী আয়োজক হওয়ার বিষয়টি আলোচনার জন্য উত্থাপন করবে বাংলাদেশ। আইসিসির বোর্ড সভা শেষে দেশে ফিরে মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 


তিনি বলেন, চেষ্টা করছি। যদি আমাদের নতুন স্টেডিয়ামটি করতে পারি, কিছু ম্যাচ এখানে নিয়ে আসার বিষয়টি বলতে আমাদের সহজ হবে। সম্ভাবনা আছে। একেবারে যে নেই, তা না। এটা নিয়ে ওদের (ভারতের) কারও সঙ্গে কথা হয়নি। তবে আমরা চেষ্টা করছি।


শুরু থেকেই পূর্বাচলের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ নিয়ে বেশ উৎসাহ বোর্ডের। এখানে শুধু স্টেডিয়াম না, হবে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সও। এসব কারণে কাজ সম্পন্ন হওয়া কিছুটা সময়সাপেক্ষ।


তবে ২০২৩ বিশ্বকাপের আগেই পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কাজের গতির উপরেই মূলত প্রস্তাবনার বিষয়টি নির্ভর করবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন