তিতাসে যত ভোগান্তি তত লাভ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩

# অভিযোগ পেলে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে : কাজিম উদ্দিন
# অসাধু কর্মকর্তারা মিলে অবৈধ সংযোগ দেয় : হাজী নুরুদ্দিন
সকাল-বিকাল-সন্ধ্যা যে সময়ই গৃহিনীরা চুলায় আগুন ধরাতে যান হয় গ্যাস থাকে না কিংবা আগুন নিভু নিভু করে। অথচ মাস শেষে গ্রাহকদের গ্যাস বিলটা ঠিকই জমা দিতে হয়। এরফলে ঠিকমতো রান্নার কাজ শেষ করতে না পারায় বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন গৃহবধূরা। এতে করে সকালের নাস্তা তৈরিতে ঝামেলার কারণে বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানে এবং চাকরীজীবীরা তাদের কর্মস্থলে সময় মতো যেতে পারছে না। একদিকে স্কুল কলেজ কিংবা অফিসে যাওয়ার সময় নাস্তা খাওয়া, দুপুরের খাবার নিয়ে যাওয়া কিংবা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় বাসায় ফিরে শান্তি মতো রাতের খাবারও খেতে পারছেন না। এতে করে অনেক পরিবারেই সৃষ্টি হচ্ছে পারিবারিক কলহ।
তিতাস কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে নারায়ণগঞ্জবাসী বিভিন্ন সময় অভিযোগ দেনদরবার ও আন্দোলন সংগ্রামও করেছে। কিন্তু তাতে কোন ফলাফল আসেনি। এরই মধ্যে আমরা নারায়ণগঞ্জবাসীসহ নারায়ণগঞ্জের বেশ কয়েকটি সামাজিক সংগঠনও এই বিষয়ে প্রতিবাদ ও দাবী জানিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। তবে বৈধ গ্যাস সংযোগের তুলনায় অবৈধ গ্যাস সংযোগের পরিমান বেশি হওয়ায় এই সমস্যা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সমাজের সচেতন মহলের ধারণা। তাদের মতে এখানে তিতাসের কিছু অসাধু কর্মচারী কর্মকর্তা জড়িত থাকায় গ্রাহকদের ভোগান্তি তাদের সুফল বয়ে আনে। গ্যাসের সংযোগসহ নিরবিচ্ছিন্ন লাইনে যত বেশি ভোগান্তি হয় ততই এসব অসাধু লোকদের অবৈধ সংযোগ দেওয়ার টাকার পরিমান বেড়ে যায় বলে অভিযোগ তাদের। অর্থাৎ গ্রাহকদের যত বেশি ভোগান্তি এসব সিন্ডিকেট সদস্যরা তত বেশি লাভবান হন বলে মনে করেন তারা।
বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, একদিকে লোকসান দিয়ে ভর্তূকির মাধ্যমে গ্যাস কিনে সরবরাহ করছে সরকার। অন্যদিকে কিছু অসাধু কর্মকর্তা স্থানীয় প্রভাবশালীদের সাথে আঁতাত করে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে কোটি কোটি হাতিয়ে নিচ্ছে। নারায়ণগঞ্জে যতগুলি আবাসিক গ্যাসের সংযোগ আছে তার অর্ধেকেরও বেশি অবৈধ সংযোগ বলে বিভিন্ন পরিসংখ্যনে জানা গেছে। শুধুমাত্র বন্দর এবং সোনারগাও উপজেলায়ই তিতাস গ্যাসের আবাসিক লক্ষাধিক অবৈধ সংযোগ আছে বলে জানা গেছে। এসব অবৈধ গ্রাহকদের কাছ থেকে সংযোগ ফি বাবদ নির্ধারিত ফি এর কয়েকগুন বেশি টাকা নেওয়া হয়। যা সরকারের খাতায় না গিয়ে চলে যায় অসাধু কর্মকর্তা ও ঠিকাদারসহ স্থানীয় প্রভাবশালী নেতাদের পকেটে।
এতে করে ভোগান্তিতে পড়ে বৈধ সংযোগকারী গ্রাহকগণ। সেসব অবৈধ সংযোগকারীরা একটি সিন্ডিকেটের মাধ্যমে বড় অংকের টাকা খরচ করে খুব অল্প সময়ের মাধ্যমেই পেয়ে যায় নতুন সংযোগ। এতে সংযোগ প্রতি এককালীন ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নেওয়া হয় বলে জানা যায়। প্রতি মাসের হিসেবে সেসব সংযোগকারীদের কাছ থেকে নেওয়া হয় গ্যাস বিল। এগুলো আবার নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়। তাই বৈধ সংযোগকারীদের তুলনায় অবৈধ সংযোগ সংখ্যা বেশি হওয়ায় এবং সেখানে অনিয়ন্ত্রিত গ্যাস খরচ হওয়ায় বৈধ গ্রাহকদের চুলায় গ্যাসের চাপ কমে যায়।
তাছাড়া যখনই কোন উচ্ছেদ অভিযানের পরিকল্পনা করা হয় তখনই সেই খবর অবৈধ সংযোগকারীদের কাছে নিজ দায়িত্বে পৌছে দেন তিতাসের কিছু অসাধু কর্মকর্তা এবং স্থানীয় দালালদের মাধ্যমে সেসব সংযোগ অস্থায়ীভাবে সরিয়ে নেয়া হয়। তবে যে সব অবৈধ সংযোগকারীরা এই দালাল বা সিন্ডিকেট চক্রকে নিয়মিত মাসোহারা না দেয় তাহলে আশেপাশের সব অবৈধ সংযোগ ঠিক থাকলেও বিভিন্ন উছিলায় শুধু সেসব অবৈধ সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হয়। সেখানে নিয়ম মেনে কোন ম্যাজিস্ট্রেট রাখারও প্রয়োজন হয় না। তিতাসের অসাধু কর্মকর্তা ঠিকাদার এবং দালালরা এসে দেখে দেখে শুধু সেই সংযোগটিই বিচ্ছিন্ন করে চলে যায়।
স্থানীয় সচেতন মহলের মতে, এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা যেহেতু সম্ভব হচ্ছে না এবং সরকারও এখান থেকে কোন লাভবান হচ্ছে না। তাই যে সংযোগগুলো অবৈধভাবে করা আছে তা বৈধ করলে অন্তত এর মূল্য সরকারের খাতায় জমা হবে। যেহেত এসব বৈধ অবৈধ সব গ্যাস সংযোগের জন্যই ভর্তুকি দিয়ে সরকারকে গ্যাস কিনে আনতে হয় তাই এই টাকা সরকারে খাতে জমা পড়লে তাতে সরকার কিছুটা হলেও ক্ষতি লাগব হবে।
এই বিষয়ে জানতে চাইলে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ বলেন, স্থানীয় পর্যায়ের কিছু টাউট বাটপার নেতা আছে যারা তিতাসের ঠিাকাদারসহ কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশ করে এই অবৈধ সংযোগ দেওয়ার কাজগুলো করে। তাদের একটি নেটওয়ার্ক আছে। তিতাসের সাথে সম্পৃক্ত কোন লোক ছাড়া অভিজ্ঞ লোক ছাড়া এধরণের কাজ করা সম্ভব না। তিতাসের সংযোগ প্রক্রিয়া কোন সহজ কাজ না। এখানে তিতাস বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীসহ কিছু ঠিকাদার আছে এই কাজগুলো করার জন্য।
তিনি বলেন, অবৈধ সংযোগ উচ্ছেদের জন্য যখন কোন লাইন কাটা হয় সেখানে দুই একদিন পরই দেখা যায় আবারও সংযোগ দেওয়া হয়েছে। এখানেই বুঝা যায়, যারা এই কাজগুলো করে তারা সিন্ডিকেটের মাধ্যমেই করে এবং তারা অনেক শক্তিশালী। যারা এগুলো কর্তন করে তাদের মধ্যেও হয়তো কেউ কেউ যুক্ত আছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি একদিনেই প্রায় ৫ হাজার ১০ হাজার করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতেই বুঝা যায় তিতাস গ্যাসের কত হাজার হাজার লাখ লাখ অবৈধ সংযোগ আছে।
বর্তমানে বৈধ লাইনের তুলনায় অবৈধ লাইনের সংখ্যাই বেশি। এখন অবৈধ লাইনের চাপে বৈধ সংযোগগুলোরও ভোগান্তির সৃষ্টি হচ্ছে। কোন এলাকায় অবৈধ সংযোগ কর্তন করার জন্য অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করার সময় তিতাসের লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হলে বিষয়টি সেখানে থাকা অসাধু কর্মকর্তা কর্মচারীরাও জেনে যায়। ফলে তাদের স্বার্থের জন্য তারা বিষয়টি আগেই প্রকাশ করে দিলে স্থানীয়রা তখন আগে থেকেই সাবধান হতে শুরু করে।
এই বিষয়ে বাংলাদেশ তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগের আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক মো. কাজিম উদ্দিন প্রধান বলেন, তিতাসের কোন কর্মকর্তা বা কর্মচারী এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকার কোন অভিযোগের প্রমাণ হলে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাই তাদের জড়িত থাকার কোন সুযোগ নেই। তবে কেউ যদি এমন কোন তথ্য দিয়ে অভিযোগ করেন তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
অবৈধ সংযোগ বিচ্ছিন্নে সংস্থাটি বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন উল্লেখ করে তিনি বলেন, এগুলো উচ্ছেদের কোন বিকল্প নেই। অবৈধ সংযোগ বৈধ করার বিষয়ে তিনি বলেন, এগুলো বৈধ করার অধিকার তিতাসের নেই। এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। সরকার যদি কখনও মনে করেন তাহলেই শুধু এগুলো বৈধ করার প্রক্রিয়া শুরু করা যাবে।
এস.এ/জেসি
- না.গঞ্জ-৫ আসনে চ্যালেঞ্জ
- প্রতিযোগিতা পুরনো কৌশল নতুন
- মেয়ের ঘরে আশ্রিত অন্ধ আজগর এখন ঘরের মালিক
- নিতাইগঞ্জের ওই ভবন দ্রুত অপসারণ করা প্রয়োজন : নাসিক সিও
- সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা ও লেন্স প্রতিস্থাপন
- ফরাজীকান্দায় জাকির চেয়ারম্যানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- আমরা স্বপ্ন দেখি স্মার্ট বাংলাদেশের : ডিসি
- ফতুল্লায় পুকুর থেকে পাগলের লাশ উদ্ধার
- তল্লায় অন্তঃসত্তা নারীর ভ্রুণ হত্যা, গ্রেফতার ১
- আঙ্গুরের ভারে ন্যুজ আজাদ
- পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রকল্পে স্বস্তির নিঃশ্বাস
- পুরো রমজান জুড়ে শহরকে যানজটমুক্ত রাখার দাবি
- রাজাকার পুত্রের আমন্ত্রণে বন্দরে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী!
- সাংবাদিকদের সাথে ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- প্রধানমন্ত্রীর পদক্ষেপে শিক্ষায় ব্যাপক সফলতা এসেছে: মন্ত্রী গাজী
- বন্দর থেকে মুক্তিযোদ্ধা প্রজেন্মের সঠিক পরিচয় বের হবে:সেলিম ওসমান
- সিদ্বিরগঞ্জে পাঁচটি ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- উত্তর-দক্ষিণের বাকযুদ্ধ
- কাশিপুরে অটোচালক হত্যায় মামলা দায়ের
- রমজান-ঈদুল ফিতর ঘিরে সক্রিয় হচ্ছে ছিনতাইকারীরা
- বন্দরে কভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
- বাম নেতাকে ধুয়ে দিয়েছেন সিটি মেয়র আইভী
- হামলায় থেকেও মামলায় নেই সনেট-নাসির-রিপন
- জনগণ তাঁর উদ্ভট কথা সম্পর্কে জানে
- হযরত মিন্নত আলী শাহ চিশতী (রঃ) এর দুই দিন ব্যাপী ওরশ মোবারক
- হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিমা মাদ্রাসায় পুরস্কার বিতরণ
- ২৩ মার্চ পর্যন্ত চলবে ‘চিত্রপটে ত্বকী’ প্রদর্শনী
- আমাদের রক্তে না.গঞ্জে রাজপথ রঞ্জিত হয়েছে : শাহ নিজাম
- কন্ট্রোল ছিলনা বলে ডেভিডকে হত্যা করিয়েছে গিয়াসউদ্দিন: শামীম ওসমান
- জ্যোতি বসুর পৈতৃক বাড়ি এখন বারদী পর্যটন কেন্দ্র
- গায়ের জোরে জমি দখল নিতে যায় পিজা শামীমের গুন্ডাবাহিনী
- অপকর্মের হোতা পিজা শামীমকে গ্রেপ্তারে বাধা কোথায়
- বড় ভাইকে দাওয়াত দিলেননা ছোট ভাই
- কাজ করিয়ে যদি কেউ টাকা না দেয় তাহলে আমাকে বলবেন: পারভীন ওসমান
- হোন্ডাবাহিনীর তাণ্ডবে উত্তপ্ত শহর-বন্দর
- বন্দরে হোন্ডাবাহিনীর তাণ্ডব
- আপনারও ১২টা বাজিয়ে দিতে পারি : মেয়র আইভী
- হামলায় থেকেও মামলায় নেই সনেট-নাসির-রিপন
- চার বছর পর শামীম ওসমানের দেখা পেলেন বক্তাবলীবাসী
- এবার আড়াইহাজার বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ
- বাম নেতাকে ধুয়ে দিয়েছেন সিটি মেয়র আইভী
- হোন্ডাবাহিনীর কাছে অসহায় সাংসদ-মেয়র-প্রশাসন
- সিদ্ধিরগঞ্জে সাবেক এনএসআই সদস্য গ্রেপ্তার
- ‘কলাগাছিয়ায় ঘটনার নেতৃত্ব দেয়া ব্যক্তি সেলিম ভাইয়ের বন্ধু ছিলো’
- রাজাকার পুত্রের আমন্ত্রণে বন্দরে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী!
- জনগণ তাঁর উদ্ভট কথা সম্পর্কে জানে
- নিতাইগঞ্জের ডালপট্টিতে দোতলা ভবনে বিস্ফোরণ, নিহত ১
- ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছি : মতিয়া চৌধুরী
- সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবকলীগে কারা আসছে
- জাকির চেয়ারম্যানের তত্ত্ববধানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
- এসপি হারুনকে সরানোর নেপথ্যে চাঁদাবাজির অভিযোগ
- নারায়ণগঞ্জের লজ্জা ঢাকলেন শামীম ওসমান
- সমাবেশ করার অনুমতি চায়নি শামীম ওসমান
- শামীম ওসমানের শঙ্কা ছিলো ভিকিকে ক্রসফায়ার দেয়া হতে পারে
- ডা.শাহনেওয়াজ, তাঁর স্ত্রী, মেয়ে, জামাতা করোনায় আক্রান্ত
- কাকে ভয় দেখালেন শামীম ওসমান
- ৫ ইউনিয়নকে নাসিকে যুক্ত করা হচ্ছে : মেয়র আইভী
- জাপা নেতা পিজা শামীমকে মারধর করলেন সেলিম ওসমান (অডিওসহ)
- যুগান্তরের প্রার্থী তালিকা ভিত্তিহীন : গণপূর্তমন্ত্রী
- মে মাসে না’গঞ্জের পরিস্থিতি হবে ভয়াবহ !
- ছাত্রজীবনের সেই তিনজনেই এখন এমপি, ডিসি, এসপি (ভিডিও)
- পুরোনো রূপে ফিরছে নারায়ণগঞ্জ
- ‘গাইড বই’ চালাতে স্কুলে স্কুলে ঘুষ!
- কেন্দ্রে যাচ্ছেন আইভী
- করোনায় আক্রান্ত দুই সহোদর থাকেন না’গঞ্জ, বাড়ি মুন্সিগঞ্জ