Logo
Logo
×

নগর জুড়ে

খানপুর জামেমসজিদ কমিটিও পোলষ্টার ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম

খানপুর জামেমসজিদ কমিটিও পোলষ্টার ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Swapno

 

খানপুর ব্রাঞ্চ রোড জামে মসজিদ কমিটি ও পোলষ্টার ক্লাব এর যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারী ২০২৪ (শনিবার) বিকেল ০৩ ঘটিকার সময় খানপুর পোলষ্টার মাঠে কয়েকশত হতদরিদ্র  মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি এবং খানপুর ব্রাঞ্চ রোড জামে মসজিদের সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি এবং খানপুর ব্রাঞ্চ রোড জামে মসজিদের সভাপতি  মোয়াজ্জেম হোসেন, পোলষ্টার ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রিয়েল।

 

পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির পোকন, পোলষ্টার ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির বকুল, পোলষ্টার ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, রাকিব সর্দার প্রমুখ। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন