Logo
Logo
×

নগর জুড়ে

লিংক রোডে যুবকের মরদেহ উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩২ পিএম

লিংক রোডে যুবকের মরদেহ উদ্ধার
Swapno

 

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জীবন (৩৫) নামের এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ভূঁইগড় রূপায়ন টাউন এলাকার সড়ক থেকে ওই লাশ উদ্ধার হয়।

 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক বাপ্পি জানায়, জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় নিহত শাহ আলী ওরফে জীবন দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী কোন যানবাহনের চাকায় পিষ্ট হয়েছে হয়তো, তার মৃত্যু হয়েছে। প্রথমে পরিচয় না জানা গেলেও, সকালে নিহতের স্বজনেরা তার পরিচয় নিশ্চিত করেন।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম বলেন, রাতে ফতুল্লার ভূঁইগড়ের সড়ক দূঘটনায় জীবন নামের একজনের মৃত্যু হয়। খবর পেয়ে রাতে আমরা লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন