Logo
Logo
×

নগর জুড়ে

ডক্টরস’ ফোরাম বন্দর এর সদস্যদের সাফল্য উদযাপন ও সম্মাননা প্রদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম

ডক্টরস’ ফোরাম বন্দর এর সদস্যদের সাফল্য উদযাপন ও সম্মাননা প্রদান
Swapno

 

ডক্টরস’ ফোরাম বন্দর এর সদস্যদের সাফল্য উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নারায়ণগঞ্জ লা-ভিসতা রুফটপ রেস্টুরেন্টে উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ সিটি ডেন্টাল কেয়ারের এমডি. ডা: রকিবুল ইসলাম শ্যামল এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ও কমিউনিকেশন এর চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ টিটু বলেন, ডাক্তারদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে। কারণ আমার পরিবারের চারজন ডাক্তার রয়েছে। তাই যখনই কোন ডাক্তার এর সাথে দেখা হয় তাদের নিজের ফ্যামেলি মেম্বার মনে হয়। তিনি আরও বলেন, ডাক্তারদের জন্য তো আমরা কিছু করতে পারি না বরংচ ডাক্তাররা আমাদের সমাজের জন্য, আমাদের জন্য সব কিছু করেন। আমরা আমাদের জীবনটাকে কয়েকজনের হাতে সারা জীবনের জন্য তুলে দেই।

 

তিনটা ডিপার্টমেন্ট এর কাছে আমাদের জীবনটা সব সময় দেওয়া থাকে, এক হচ্ছে যে আমাদের রান্না করে খাওয়ান, দুই হচ্ছে যারা আমাদের গাড়ি চালক ও আর একজন হচ্ছে সবার উপড়ে এই দুই শ্রেনীর উপড়ে সে হচ্ছে ডাক্তার। আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় না। বাট জীবন দান করেছে যিনি, সেই জীবনকে রক্ষা করার দায়িত্ব উনি (আল্লাহ) দুনিয়াতে যাদের দিয়েছেন আপনারা হচ্ছেন তারা। তাই আপনাদের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। তাই আপনারা যারা এই লাইনে আছেন সকল রোগীদের পাশে দাঁড়ান, কোন স্বার্থের জন্য নয়। আপনাদের ডক্টরস’ ফোরাম বন্দর এর সকল সদস্যদের জন্য রইলো শুভকামনা।

 

অনুষ্ঠানের আয়োজন ডক্টরস’ ফোরাম বন্দর সার্বিক তত্বাবধায়নে ছিলেন ডা: মো.আমির হোসেন, ডা: ফারুক হোসেন, ডা: আল আমিন, ডা: ইফতেখার আলম অনন্ত, ডা: ইসরাত জাহান শীলা। অনুষ্ঠানে সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং রাফেল-ড্র কুপনের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন