Logo
Logo
×

নগর জুড়ে

বিপিজেএ, জেলা কমিটি উপ নির্বাচনে সহিদুল সাধারণ সম্পাদক নির্বাচিত

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম

বিপিজেএ, জেলা কমিটি উপ নির্বাচনে সহিদুল  সাধারণ সম্পাদক নির্বাচিত
Swapno

 

ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন (বিপিজেএ), নারায়ণগঞ্জ জেলা কমিটি ২০২৩-২৪ইং এর  উপ নির্বাচন ২০২৪ইং এর ফলাফল ঘোষণা করা হয়েছে।  ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টায় চাষাড়াস্থ সংগঠনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সাবেক সভাপতি তাপস সাহা উপ নির্বাচন ২০২৪ইং এর ফলাফল ঘোষনা করেছেন। সাথে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আরো একজন সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি।  


প্রধান নির্বাচন কমিশনার তাপস সাহা উপ নির্বাচন ২০২৪ইং এর ফলাফল ঘোষনায় বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা কমিটি ২০২৩-২৪ এর ৪টি শূন্যপদ যথাক্রমে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে উপ নির্বাচন ২০২৪ইং এর তফছিল ঘোষনা করা হয়েছিলো।  গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৪ইং (মঙ্গলবার ও বুধবার) মনোনয়ন পত্র ক্রয় ও জমা দেয়ার তারিখ ছিলো। এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ নির্ধারন করা ছিলো ১৬ ফেব্রুয়ারি ২০২৪ইং (শুক্রবার)। উপ নির্বাচনের ভোট গ্রহন ও ফলাফল ঘোষনার তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ইং। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে মোঃ সহিদুল ইসলাম মনোনয়ন পত্র ক্রয় ও জমা দেন। ১৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই করা হয়, মোঃ সহিদুল ইসলাম এর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। তাই এই পদে একক প্রার্থী থাকায় তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হলো।

 

এছাড়া অন্যান্য পদ ৩ টি পদ যথাক্রমে সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক শূন্য পদ হিসেবে রইল। এ সময় সংগঠনের সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকীসহ আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, সাবেক সহ-সভাপতি ও নির্বাহী সদস্য আমির হোসেন, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান. নির্বাহী সদস্য বিশাল আহমেদ ও শহিদ হোসেন। এন. হুসেইন রনী  / জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন