Logo
Logo
×

নগর জুড়ে

ইসলামী কাফেলার সভাপতি ভাষানী সাধারণ সম্পাদক জসিম

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম

ইসলামী কাফেলার সভাপতি ভাষানী সাধারণ সম্পাদক জসিম
Swapno

 

খানপুর ইসলামী কাফেলার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ এশা দারুস সালাম এতিম খানা ভবনে কুরআন তিলওয়াত ও দোয়া পাঠের মাধ্যেমে এই সভার কার্যক্রম শুরু হয়। ইসলামী কাফেলা প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যারা মৃত্যু বরণ করেছেন তাদের জন্য শোক প্রস্তাব পাস করা হয়।

 

ইসলামী কাফেলার আহ্বায়ক সামসুজ্জামান ভাষানী কাফেলার বাৎসরিক আয়-ব্যয় এর হিসাব পেশ করেন।এরপর সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৪-২৫ খ্রি. জন্য ইসলামী কাফেলার সভাপতি মো. সামসুজ্জামান ভাষানী সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আসলাম নির্বাচিত হন।

 

পরবর্তিতে পূনাঙ্গ কমিটির নাম ঘোষনা করা হয়। সেই সাথে ইসলামী কাফেলা জামে মসজিদেরও কমিটি ঘোষনা কারা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মো. সেলিম খান। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের নাম পরে ঘোষনা করা হবে। 

 

ইসলামী কাফেলার নবনির্বাচিত সভাপতি সামসুজ্জামান ভাষানী জানান, আমি দীর্ঘ সময় এই কাফেলার সভাপতি সুজাত আলী’র সাথে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আজ তিনি আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে বেহেশত নসীব করুন। তার জায়গায় আপনারা আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। আমি নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ।

 

নির্বাচন পরিচালনা করেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলমগীর কবির বকুল, মো. আসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সামাল সরদার, মাহাল উদ্দিন মালু, জাহাঙ্গীর কবির পোকন, আলাউদ্দিন, শিশু হাজী, জোনায়েদ হোসেন জুনু, চঞ্চল, কামরুজ্জামান, মো. আমির হোসেন, এবিএম সাইফুল হাসান রিয়েল, ইসালউদ্দিন, শাহ আলম, জালাল, হেদায়েতউল্লাহ, ওবায়েতউল্লাহ, দ্বীপ, টিপু সুলতান, হানিফ, ইকবাল, হাজী নিজাম উদ্দিন, জয়নাল,বাবুল, লিপন, ফারুক, সানি, রহমত, শামসুল  হাসেম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন, মো. আসাদুজ্জামান। এস.এ/জেসি     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন