Logo
Logo
×

নগর জুড়ে

শিশুদের জামা কাপড় দিলেন আমিনুল ইসলাম স্মৃতি সংসদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৯:২৪ পিএম

শিশুদের জামা কাপড় দিলেন আমিনুল ইসলাম স্মৃতি সংসদ
Swapno

 

 

প্রতি বছরের ন্যায় এবারো আমিনুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে দরিদ্র শিশুদেরকে জামাকাপড় ও জুতাসহ ঈদ উপহার দেয়া হয়েছে। মহানগর যুবলীগের কার্য্যকরী সদস্য ফয়জুল ইসলাম রুবেল’র সার্বিক সহযোগিতায়, দেওভোগ ও আশপাশ এলাকার শিশুদের মাপ অনুযায়ী জাপা কাপড় ও জুতা কিনে দেন।


ঈদ উপহার পেয়ে শিশুদের অভিভাবকরা আনন্দ প্রকাশ করে বলেন, আমিনুল সাহেবকে আল্লাহ পাক জান্নাত নসীব করুন। প্রত্যেক বছর বাচ্চাদেরকে জামা জুতা কিনে দেন। আমরা গরিব মানুষ। ঠিকমত বাচ্চাদের খাওয়াতে পারিনা। ওনারা জামা জুতা না দিলে বাচ্চারা ঈদে কাঁদতো। এখন বাচ্চাদের মুখে হাসি ফুটেছে।

 

এলাকাবাসী বলেন, আমিনুল সাব বেঁচে থাকতেও মানুষকে সাহায্য সহযোগীতা করতেন। তার কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফিরেননি। আজকে তিনি নেই তাঁর পরিবারের সদস্যরা সেই ধারাটি অব্যাহত রেখেছে। দরিদ্র শিশুদেরকে জামাকাপড় ও জুতা কিনে দেয়। এটি একটি ভাল উদ্যোগ। টাকা দেয়ার চেয়ে বাচ্চাদের ঈদ উপহার দেয়াটা পরম আনন্দের।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন