Logo
Logo
×

নগর জুড়ে

স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনে উদ‍্যােগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

Icon

স্টাফ রি‌পোর্টার

প্রকাশ: ০২ মে ২০২৪, ১০:০১ পিএম

স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনে উদ‍্যােগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
Swapno

তীব্র গরমে বাংলাদেশ স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনে পক্ষ থেকে পথচারীদের মাঝেশরবত বিতরণ করা হয়। গত বুধবার  ( ১ মে) সকালে নগরী দুই নং রেল গেইটস্থ পুলিশ বক্সের সামনে পথচারীদের মাঝে এ ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।

 

বাংলাদেশ স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনে প্রতিষ্ঠাতা আসিকুর রহমান, সভাপতি পাপ্পু বল, চেয়ারম্যান সামছুরন্নাহার এর নির্দেশনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদক কাশফিয়া জয় রোজা, প্রধান সমন্বয়ক রাহয়ান হোসেন শান্ত সহ নাসরীন সুলতানা, মোঃ রিয়াজ হোসেন, পারজিতা খান, মোঃ দীন ইসলাম টিটু, মীর সোহাগ, সাঁঝবেলা, সাদাফ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন