না’গঞ্জ জেলা সমিতির কমিটি গঠন সভাপতি তুহিন সাধারন সম্পাদক টিটো
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৯:৩৮ পিএম
নিউইয়র্কে বসবাসরত প্রবাসী নারায়ণগঞ্জবাসীরা নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে অবশেষে একটি ঐক্যবদ্ধ নির্বাহী কমিটি গঠন করেছে। এই নতুন কমিটির (২০২৪-২৫ সাল) সভাপতি হয়েছেন হুমায়ুন কবীর তুহিন এবং সাধারণ সম্পাদক মোস্তফা জামাল টিটো। বিগত দু'বছর সংগঠনের একই নামে পৃথক দুটি কমিটি পাল্টাপাল্টি অনুষ্ঠান করে আসছিল। উভয় কমিটির মেয়াদ শেষ হয়ে এলে বিরোধ মিটিয়ে সংগঠনের জন্য একটি ঐক্যবদ্ধ নির্বাহী কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়।
এই প্রক্রিয়ায় মোশতাক আহমেদ নিউটনের নেতৃত্বে সমঝোতা সংলাপ ও আলোচনা অব্যাহত রাখতে বিশেষভাবে কাজ করেন মোস্তফা জামাল টিটো, এম. এ আউয়াল, হুমায়ুন কবীর তুহিন, দর্পণ কবীর, এস. এম. সায়েম মিঠু, রাফাত হোসেন এবং দোলন খন্দকার। তাদের আহবানে সাড়া দেন উভয় কমিটির সভাপতি মীর্জা ফরিদ উদ্দিন ও মোহাম্মদ মুজিবর এবং এগিয়ে আসেন আসেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টারা।
গত ২২ মে সন্ধ্যায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় জ্যামাইকার হিলসাইডে একটি ভ্যানুতে। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি আরশাদুল বারী আসাদ। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.মতিউর রহমান, নিমল পাল, মোহাম্মদ আলী, মোহাম্মদ মুজিবর, মোহাম্মদ মোহসিন, অধ্যাপক - রফিকুল ইসলাম, গোলাম হোসেন ও শামছুল আলম লিটনসহ প্রমুখ।


