Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে সাগর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৮:১৯ পিএম

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে সাগর
Swapno

 

 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ তথা দেশবাসীকে ঈদ-উল-আযর্হা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর। 

 

ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে রাকিবুর রহমান সাগর এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে যুবলীগ নেতা মুন্না আহমেদ বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসী সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। 

 

মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন