Logo
Logo
×

নগর জুড়ে

ছাত্র হত‍্যা মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ পিএম

ছাত্র হত‍্যা মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
Swapno

 

 

ছাত্র হত্যা একাধিক মামলার আসামী খুনী মেহেদী'র গ্রেফতার পরোয়ানা দাবি ও তার অঢেল অবৈধ সম্পত্তির হিসাব চেয়ে দুদকের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ বাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

 

এ সময় উপস্থিত বক্তারা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকার এ দেশের জনগণের উপর অনেক অত্যাচার, নির্যাতন করেছে। স্বৈরাচারী সরকারের একজন দোসর হচ্ছেন বার্মাস্ট্যান্ডের খুনী মেহেদী । তিনি স্বৈরাচারী সরকারের ছত্রছায়ায় এলাকার মানুষদের উপর অনেক অত্যাচার করেছেন, হয়েছেন অঢেল সম্পত্তির মালিক।

 

 তিনি বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিচ্ছেন কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেনা। তিনি যে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন তার সম্পদের হিসাব নেওয়ার জন্য আমরা দুদকের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে এলাকায় বসবাস করতে পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।  এ সময় উপস্থিত ছিলেন, ইয়াসিন আরাফাত, মোঃ সালাম, মোঃ জব্বার, মোঃ রিফাত সহ বার্মা স্ট্যান্ড এর অন্যান্য বাসীন্দাগণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন