Logo
Logo
×

নগর জুড়ে

না.গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে ‘গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন মানবিক ডিসি হিসেবে খ্যাত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

Swapno

নারায়ণগঞ্জে ‘গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন মানবিক ডিসি হিসেবে খ্যাত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। 

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় জেলার অন্যতম প্রধান এই স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেন তিনি।

ওই সময় জেলা প্রশাসক হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করে দ্রুত সেখানে বিভিন্ন সেবাসমূহ স্থানান্তরে পরামর্শ দেন। নার্সদের জন্য নির্মিত নতুন ভবনের কাজ অসমাপ্ত থাকায় সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে মাদকের আস্তানা গড়ে উঠেছে—এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

এছাড়াও ডাক্তারদের জন্য নির্মিত আবাসিক এলাকা এবং আনসার সদস্যদের জন্য আবাসন সুবিধার প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন এবং আনসারদের জন্য একটি আবাসন নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, আরপি ডা. দেবরাজ মালাকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আসাদুজ্জামান প্রমুখ।

পরিস্থিতি বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে রোগীদের জন্য ৫টি হুইলচেয়ার প্রদান করেন, যা রোগীসেবায় বড় ধরনের সহায়তা নিশ্চিত করবে। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর ঘুরে সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যালোচনা করেন এবং ওয়ার্ডসমূহকে সর্বদা পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন