Logo
Logo
×

নগর জুড়ে

শহর সমাজসেবার পরিষদ নির্বাচনে ভোটার তালিকায় স্বেচ্ছাচারিতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

শহর সমাজসেবার পরিষদ নির্বাচনে ভোটার তালিকায় স্বেচ্ছাচারিতা

নারায়ণগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়

Swapno

নারায়ণগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় প্রকল্প সমন্বয় পরিষদ কার্যকরী কমিটির নির্বাচনের প্রক্রিয়া সামনে রেখে শহর সমাজসেবার আওতাধীন সকল সামাজিক সংগঠনকে ভোটার তালিকা হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ কর হয়। একই সাথে নিষ্ক্রিয় সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় করার জন্য প্রতিটি সামাজিক সংগঠনকে আহ্বান জানানো করা হয়। তবে এদিকে শহর সমাজসেবা কার্যালয় প্রকল্প সমন্বয় পরিষদ কার্যকরী কমিটির নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বাদ দেয়া হয়েছে অভিযোগ উঠেছে। তবে সমাজ সেবা অফিসের অফিসারের মন্তব্য হচ্ছে ত্রাা এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেন নাই। কারো কোন অভিয্গো কিংবা কেই সংক্ষুব্ধ হলে সে লিখিত ভাবে জানাতে পারবে।



সুত্র মতে, গত ২০ এপ্রিল শহর সমাজ সেবা কার্যালয়ের খসড়া ভোটার প্রকাশ করা হয়। সেখানে ২৯ সংগঠনের নাম প্রকাশ করা হয়। তার মাঝে অনেক কমিটির কার্যকমিটি নেই বলেও উল্লেখ্য করা হয়। এখানকার সাধারণ সদস্য ও আজীবন সদস্যদের বিষয়ে কোন অভিযোগ থাকলে ৩০ এপ্রিলের মাঝে সুনির্দিষ্ট তথ্যের অভিযোগ জমা দিতে হবে। কোন অভিযোগ পাওয়া গেলে তা আগামী ৫ মে শুনানি হবে। পরে শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।



এদিকে স্বেচ্ছাচারিতার মাধ্যমে নির্বাচনের নামে প্রহসন করে ব্যক্তি বা দল কেন্দ্রিক সমন্বয় পরিষদকে শহর সমাজসেবা কর্তৃক নির্বাচনমুখী করার উদ্যোগী হওয়ার পর থেকে একটি স্বার্থান্বেষী মহল পদ বা ক্ষমতা কুক্ষিগত করার জন্যে কতিপয় সামাজিক সংগঠনের প্রতিনিধি অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে জানান। একাধিক ব্যক্তি জানান, ভোটে অংশগ্রহণ ও প্রতিযোগিতা থেকে বাদ দিতে ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে সংগঠনের সদস্য নয় এমন ব্যক্তিকে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে কর্মকান্ডের ধারাবাহিকতা চলমান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২০২২ ইং সালের ভোটার তালিকা থেকে গোপনে নাম বাদ দিয়ে অবৈধভাবে ভিন্ন নাম সংযোজন করার মাধ্যমে ভোটাধিকার হরণ বা নির্বাচনে অংশগ্রহণ করার পথ অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে একজন ভুক্তভোগী সদস্য জানান।



নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, কার্যকরী কমিটির সদস্য এমনকি সংগঠনের সদস্য নন এমন ব্যক্তিকে কোন আইনের বলে ভোটার তালিকায় নিবন্ধিত করা হয়েছে এবং তা যাচাই-বাছাই ব্যতিরেকে কিভাবে শহর সমাজসেবা রেজিষ্টারে নিবন্ধিত হলো বিষয়টি রহস্যজনক। এমনি কর্মকান্ড অবৈধ বিবেচনায় তা বাতিল করে সংগঠনের পক্ষে সাবেক সদস্য তালিকা কার্যকর রাখার অনুরোধ জানান তারা। এমনকি অনৈতিক কর্মকান্ড অগ্রহনযোগ্য এবং অনাকাঙ্খিত বলে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আক্ষেপ প্রকাশ করেন। সামাজিক সংগঠনের একাধিক প্রতিনিধির সাথে কথা বলে জানা যায় তারা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে সমন্বয় পরিষদের একটি গ্রহণযোগ্য নির্বাচিত কমিটি দেখতে চায়। যেখানে অবহেলিত সামাজিক সংগঠনের সকল স্বার্থ সংরক্ষিত হবে। প্রতিটি সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে কার্যকরি ভূমিকা রাখার মত যোগ্যতাসম্পন্ন করে তোলা উচিত বলে প্রতিনিধিরা অভিমত ব্যক্ত করেন।



নারায়ণগঞ্জ শহর সমাজ সেবা কার্যালয়ের অফিসার সাইফুল ইসলাম জানান, আমাদের অফিসের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা চূড়ান্ত নয়। তাছাড়া এখানে কারো কোন অভিযোগ থাকলে তা লিখিতভাবে দিতে পারবে। এমনকি কেউ সংক্ষুব্ধ হলে আমাদের লিখিত ভাবে জানানো হলে তা আমাদের কমিটি বিষয়টি শুনানির মাধ্যমে তা প্রকাশ করবে। এখানে কোন স্বেচ্ছাচারিতার সুযোগ নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন